ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মোবাইল ইন্টারনেটের এখনও দাম বেশি স্পিড কম

প্রকাশিত: ০৩:৫৫, ২০ অক্টোবর ২০১৭

মোবাইল ইন্টারনেটের এখনও দাম বেশি স্পিড কম

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাঁচ বছরে দেশে মোবাইল ফোন ইন্টারনেটের গ্রাহক বেড়েছে ৭ কোটি ৯ লাখেরও বেশি। আর সিম ব্যবহারকারী বেড়েছে প্রায় সাড়ে চার কোটি। এই পরিবর্তন কাজের গতি বাড়ালেও এখনও দাম ও স্পিড নিয়ে রয়েছে গ্রাহকদের নানা অভিযোগ। যদিও মোবাইল ফোন অপারেটরদের দাবি, অনেক দেশের তুলনায় দাম কম। একবিংশ শতাব্দীর শুরুর দিকেও মানুষের কাছে মোবাইল ফোন ছিল আশ্চর্যের এক বিষয়। তবে সময়ের পরিক্রমায় এখন তা বেশিরভাগ মানুষেরই হাতের কাছে। আর এ সংখ্যা দিন দিনই বাড়ছে। শুধু মোবাইল ফোনে কথা বলা নয়; বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীরও সংখ্যাও।
×