ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মডার্ন ডাইংয়ের স্পট মার্কেটে লেনদেন শুরু

প্রকাশিত: ০৩:৪২, ২০ অক্টোবর ২০১৭

মডার্ন ডাইংয়ের স্পট মার্কেটে লেনদেন শুরু

লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের পূর্বে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মডার্ন ডাইং এ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেডের শেয়ার লেনদেন বৃহস্পতিবার থেকে স্পট মার্কেটে শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির লেনদেন বৃহস্পতিবার থেকে ৩১ অক্টোবর পর্যন্ত স্পট মার্কেটে হবে। আর স্পট মার্কেটে লেনদেন শেষে আগামী ১ নবেম্বর রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। উল্লেখ্য, কোম্পানিটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। -অর্থনৈতিক রিপোর্টার ইউনাইটেড ইন্স্যুরেন্সের ইপিএস ১.৬৩ টাকা তৃতীয় প্রান্তিকের (জুন ’১৬-সেপ্টম্বর ’১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৬৩ টাকা। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ প্রতিবেদন অনুমোদন ও প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি জানায়, জানুয়ারি ২০১৭ থেকে সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত ৯ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৩ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২.১০ টাকা। এদিকে জুলাই থেকে সেপ্টেম্বর ’১৭ পর্যন্ত তিন মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৪১ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৬৯ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×