ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৩:৪১, ২০ অক্টোবর ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। উভয় বাজারেই ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের চাহিদা বেড়েছে। খাত দুইটির তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশের সময় ঘনিয়ে আসায় বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। খাত দুইটির প্রতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ঝোঁক বেশি ছিল। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৬০০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৭২ কোটি ১৮ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৫২৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইফাদ অটো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আইডিএলসি, আমরা নেটওয়ার্ক, ব্র্যাক ব্যাংক, বিবিএস কেবল, সিটি ব্যাংক, বিডি ফাইন্যান্স, ট্রাস্ট ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, স্কয়ার টেক্সটাইল, ফাস ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক, শমরিতা, সিএমসি কামাল, আমান ফিড ও আইডিএলসি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইফাদ অটো, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মুন্নু স্টাফলার, রহিম টেক্সটাইল, ইমাম বাটন, সোনারগাঁও ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, আনলিমা ইয়ার্ন, প্রগ্রেসিভ লাইফ ও সুহৃদ ইন্ড্রাস্টিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৩১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ব্যাংক এশিয়া, গ্রামীন ফোন, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, আমরা নেটওয়ার্ক, এনসিসি ব্যাংক, এক্সিম ব্যাংক, ইফাদ অটো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক ও বিবিএস কেবল।
×