ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে প্লেইজারিজমের অভিযোগ ॥ শুরু হয়নি তদন্ত

প্রকাশিত: ০২:৫০, ১৯ অক্টোবর ২০১৭

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে প্লেইজারিজমের অভিযোগ ॥ শুরু হয়নি তদন্ত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শিক্ষকের বিরুদ্ধে গবেষণায় প্লেইজারিজমের অভিযোগে গঠিত তদন্ত কমিটি এখনও তদন্ত কাজ শুরু করেনি। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চার সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হলেও তিন সপ্তাহ পরেও তদন্ত কমিটির মিটিং বসেনি। এদিকে তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত দেশের বাইরে অবস্থান করবেন বলে জানা গেছে। এতে সিন্ডিকেটে বেঁধে দেওয়া সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করতে পারছেন না কমিটি। গত ২৭ সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নাসরীন আহমাদকে প্রধান করে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়। জাইতে চাইলে কমিটির সদস্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল জনকণ্ঠকে বলেন, প্রয়োজনীয় সব কাগজপত্র হাতে না পাওয়ায় কমিটি এখনও তদন্ত কাজ শুরু করতে পারেনি। তাছাড়া কমিটির সভাপতি আমাদের এখনো ডাকেনি। তবে দ্রুতই তদন্ত শুরু হবে বলে আশা করি।
×