ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে অপহৃত কলেজ ছাত্রী বিবিরহাটে উদ্বার ॥ অপহরণকারী আটক

প্রকাশিত: ০২:১১, ১৯ অক্টোবর ২০১৭

খাগড়াছড়িতে অপহৃত কলেজ ছাত্রী বিবিরহাটে উদ্বার ॥ অপহরণকারী আটক

পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির দীঘিনালা সরকারী কলেজ ছাত্রী আয়না চাকমাকে(১৯) চট্টগ্রামের বিবিরহাট থেকে উদ্বার করেছে পুলিশ। সে সাথে অপহরণকারী আবু বক্করকে আটক করেছে। তবে উদ্বার হওয়া কলেজ ছাত্রী ও অভিযুক্তের দাবী তারা প্রেম করে বিয়ে করেছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুউদ্দিন ভূইয়া জানান, জেলার মহালছড়ি উপজেলার উল্টাছড়ি গ্রামের বাসিন্দা সুখময় চাকমার বুধবার বিকালে তার মেয়ে দীঘিনালা সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আয়না চাকমাকে অপহরনের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করে। পুলিশ ঐদিন রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাটে অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে। এদের আদালতে পাঠানোর প্রস্ততি চলছে। আবু বকর অপহরণের অভিযোগ অস্বীকার করে জানান, আয়না চাকমার সাথে আমার তার দীর্ঘ দিনে প্রেম ছিল। আমরা সেচ্ছায় দুজন বাড়ি থেকে পালিয়ে এসেছি। আয়না চাকমা জানান, গত ১৫ অক্টোবর কোর্ট এফিডেবিট মূলে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি আর আয়না চাকমা নই। আমি এখন রিমা আক্তার। আমার সাথে থাকা আবু বক্করকে আমি বিবাহ করেছি। আমাকে সে অপহরণ করেনি।
×