ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিবন্ধন উত্তীর্ণদের মানববন্ধন

প্রকাশিত: ০১:৩৬, ১৯ অক্টোবর ২০১৭

ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিবন্ধন উত্তীর্ণদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিবন্ধন (এক থেকে ১২তম) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগ প্রদানের দাবিতে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত জেলা কমিটির সদস্যরা। দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কমিটির সভাপতি এনামুল হক, সহ-সভাপতি শ্যামল চন্দ্র সেন ও সাধারণ সম্পাদক উৎপল চন্দ্র বর্ধন প্রমূখ। এসময় বক্তাগন শিক্ষা মন্ত্রণালয়ের অধিন বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০৫ -এর গেজেট ও পরিপত্র অনুযায়ী সকল নিবন্ধনধারীদের দ্রুত নিয়োগ প্রদানের জন্য জোড় দাবি জানান। অন্যথায় তারা আমরণ অনশনসহ কঠোর আন্দোলন শুরু করবেন। এ কর্মসূচিতে জেলার বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও নিয়োগ বঞ্চিত সদস্যরা অংশ নেন। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।
×