ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ০১:৩৫, ১৯ অক্টোবর ২০১৭

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরের রাজৈরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রীয় ৩ ডাকাত সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। বুধবার মধ্য রাতে রাজৈর উপজেলার চৌয়ারীবাড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৩টার সময় রাজৈর-কোটালীপাড়া সড়কের চৌয়ারীবাড়ী মোড়ে ১২/১৪ জনের একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সংবাদ পেয়ে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করে। এসময় ডাকাতরা পুলিশের উপর গুলি বর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পাল্টা গুলি বর্ষণ করে ধাওয়া দিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রীয় ৩ সদস্যকে গ্রেফতার করে। এরা হলো গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বড়ভাটরা গ্রামের রশিদ বেপারীর ছেলে মোঃ এবাদুত বেপারী (৩০), একই গ্রামের আলিম বেপারীর ছেলে সালাউদ্দিন বেপারী (২৮) ও রাজৈর উপজেলার কাসেম বিশ্বাসের ছেলে শওকত আলী বিশ্বাস (৩৫)। তাদের কাছ থেকে ৫ রাউন্ড গুলি, একটি দেশি তৈরী পাইপগান, তিনটি রামদা ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। এ ব্যাপারে রাজৈর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
×