ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীর গুলশান ও বনানী এলাকায় চারটি প্রতিষ্ঠানকে পৌনে তিন লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০১:১৫, ১৯ অক্টোবর ২০১৭

রাজধানীর গুলশান ও বনানী এলাকায় চারটি প্রতিষ্ঠানকে পৌনে তিন লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশান ও বনানী এলাকায় চারটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ও মাহফুজুল আলম এ অভিযান পরিচালনা করেন। এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান, দুপুরে গুলশান ও বনানী এলাকায় বিভিন্ন রেস্টুরেন্ট ও খাবার দোকানে অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করে বিক্রয় করায় বডি নাইন হাউজকে ১ লাখ ৫০ হাজার টাকা, স্টিকস এন সুসিকে ৫০ হাজার টাকা, চা টাইমকে ৫০ হাজার টাকা ও বাটলার চকলেট ক্যাফেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে বলে তিনি জানান।
×