ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্রিকেটপ্রেমীরা ডেভিলিয়ার্সের যে ইনিংসগুলি চিরকাল মনে রাখবে

প্রকাশিত: ২৩:২১, ১৯ অক্টোবর ২০১৭

ক্রিকেটপ্রেমীরা ডেভিলিয়ার্সের যে ইনিংসগুলি চিরকাল মনে রাখবে

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের বিরুদ্ধে ১৭৬ (পার্লে, ২০১৭): বাংলাদেশের বিরুদ্ধে খেলা এবিডি-এর এই ইনিংস নিঃসন্দেহে জায়গা করে নেবে এই তালিকায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬২ নট আউট (সিডনি, ২০১৫): মাত্র ৬৬ বলে খেলা এবি-র এই ইনিংস চিরকাল মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। এই ইনিংসে বহু রেকর্ড এক লহমায় ভেঙে দিয়েছিলেন ডেভিলিয়ার্স। এই ইনিংসেই দ্রুততম শতরানের রেকর্ড গড়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৬ নট আউট (পার্থ, ২০০৮): ডেভিলিয়ার্সের ১০৬ রানের সুবাদে অজিদের বিপক্ষে ঐতিহ্যের টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে আনে প্রোটিয়ারা। পাকিস্তানের বিরুদ্ধে ২৭৮ নট আউট (আবু ধাবি, ২০১০): পাকিস্তানের বিপক্ষে খেলা ডেভিলিয়ার্সের অপরাজিত ২৭৮ রানের ইনিংস দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফিরতে সাহায্য করেছিল। ভারতের বিরুদ্ধে ২১৭ নট আউট (আমদাবাদ, ২০০৮): এবিডি-এর এই ইনিংসও থাকবে ডেভিলিয়ার্সের সেরা ইনিংসগুলির তালিকায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৬ নট আউট (পোর্ট এলিজাবেথ, ২০১৪): ডেভিলিয়ার্সের ১১৬ রানের ইনিংসের দৌলতে অজিদের বিপক্ষে বড় রানের লিড পেয়েছিল প্রোটিয়ারা। ভারতের বিরুদ্ধে ১১২ (চেন্নাই, ২০১৫): চেন্নাইয়ের মাঠে ৩০০ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেই সময় ১১২ রান করে প্রোটিয়াদের লড়াইয়ে ফেরান এবিডি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×