ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে সপ্তাহব্যাপি গ্রাম আদালতের সক্রিয় করণ কর্মসূচীর সমাপনী

প্রকাশিত: ২১:২৩, ১৯ অক্টোবর ২০১৭

দুর্গাপুরে সপ্তাহব্যাপি গ্রাম আদালতের সক্রিয় করণ কর্মসূচীর সমাপনী

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর(নেত্রকোনা) ॥ জেলার দুর্গাপুরে ‘‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্প’’ সপ্তাহব্যাপি জনসচেতনতা মূলক কর্মসূচীর সমাপ্ত হল আজ বৃহস্পতিবার চন্ডিগড় ইউনিয়নের র্যালী ও আলোচনার মধ্য দিয়ে । স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এবং মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সহযোগিতায়, এই কর্মসূচী বাস্তবায়িত হয়। চন্ডিগড় ইউ,পি চেয়ারম্যান মোঃ আলতাবুর রহমান কাজল ও প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ লিয়াকত আলী এর নেতৃত্বে চন্ডিগড় ইউনিয়ন পরিষদ থেকে সর্বসাধারনের অংশ গ্রহনে এক র্যালি চন্ডিগড় বাজার প্রদক্ষিণ শেষে, ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়ার সার্কেল এএসপি শাহ্ শিবলী সাদিক, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, চন্ডিগড় ইউ পি চেয়ারম্যান মোঃ আলতাবুর রহমান কাজল, ও,সি(তদন্ত) মোঃ খায়রুল বাশার প্রমূখ। উপজেলার সাতটি ইউনিয়নে অনুরুপভাবে প্রতিটিতেই র্যালি,অলোচনা ও ভিডিও প্রদর্শন করা হয়।
×