ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কালকিনির কুন্ডুবাড়ি মেলা

প্রকাশিত: ২০:৫১, ১৯ অক্টোবর ২০১৭

আজ থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কালকিনির কুন্ডুবাড়ি মেলা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহি সর্ববৃহৎ মাদারীপুরের কালকিনিতে কুন্ডুবাড়ির মেলা আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। দক্ষিনঞ্চলের মধ্যে সর্ববৃহৎ এ মেলাটি ৭দিন ব্যাপি চলতে থাকবে। গৃহস্থালী পন্যের সমারাহ নিয়ে এই মেলায় খুবই কম দামে খাট-পালং, সোফা, চেয়ার-টেবিলে ও সুকেচ-আলমারিসহ বাঁশ ও বেতের বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। এদিকে অপ্রিতিকর ঘটনা রোধে এ মেলাকে ঘিরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাপনায় রয়েছেন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনি। জানাগেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে কালকিনি উপজেলার ভুরঘাটা সংলগ্ন কুন্ডুবাড়ি নামে স্থানীয় বনেদী পরিবারের পক্ষ থেকে শ্যামা কালীপুজা উপলক্ষে প্রায় দেড়শ বছর আগে এই মেলার দীননাথ কুন্ডু ও মহেশ কুন্ডু এই মেলার প্রবর্তন করেন। বর্তমানে সাত দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। মেলাকে কুন্ডুবাড়ির কালীমন্দির ও বাড়ির চারপাশে এবং ঢাকা-বরিশাল মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকা ঘিরে বিভিন্ন পন্যের পসরা নিয়ে বসে বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ীরা। মেলা কমিটির সভাপতি ভজন কুন্ডু বলেন, আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে আমরা এ মেলার প্রতিবছর আয়োজন করে থাকি। এব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, কুন্ডুবাড়ি মেলাকে ঘিরে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনি সার্বিক নিরাপত্তার স্বার্থে নিয়োজিত থাকবেন।
×