ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মজিবর রহমান বাবু

স্বপ্নের পথে স্বপ্নিল রনো

প্রকাশিত: ০৭:০৩, ১৯ অক্টোবর ২০১৭

স্বপ্নের পথে স্বপ্নিল রনো

পুরো নাম স্বপ্নিল রনো। এমন প্রত্যয় নিয়েই চয়নিকা চৌধুরীর ‘মনকান্দে’ নাটকে সহশিল্পী চরিত্রের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অভিনয় জগতে পা রাখা তার। এরপর অভিনয় করেছেন বিভিন্ন নাটক ও সিরিয়ালে। ইতোমধ্যে বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। নতুনদের ভিড়ে ফরিদপুরের মেয়ে স্বপ্নিল রনো নিজের অভিনয়ের পারদর্শিতা দেখিয়ে ইতোমধ্যেই লাভ করেছেন দর্শক জনপ্রিয়তা। সম্প্রতি কাজ শেষ করেছেন ইদ্রিস হায়দারের পরিচালনায় কণ্ঠ শিল্পী মমতাজের সঙ্গে যমুনা ব্যাংকের একটি বিজ্ঞাপনে। এর মধ্যে স্বপ্নিল রাশেদ জামান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ‘দ্য ফ্লাক’ চলচ্চিত্রে কাজ করছেন। খুব শীঘ্রই একটি টেলিফিল্মে অভিনয় করতে যাচ্ছেন বলে তিনি জানান। শীঘ্রই টেলিফিল্মটির শূটিং শুরু হবে বলে জানা গেছে। স্বপ্নিল ছোট বেলা থেকেই শোবিজ অঙ্গনে প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। তাই এ অঙ্গনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে স্বপ্নিলর মূূল লক্ষ্য হলো সুঅভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যেই কাজ করে চলেছেন তিনি। তবে নাটক পাড়ায় পা রাখার বয়স খুব বেশিদিন নয় এই শিল্পীর। ২০১৪‘র প্রথম দিকে কাজ শুরু করে ইতোমধ্যেই ঝুলিতে পুরেছেন অনেক নাটক। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একুশে টিভিতে ফিরোজ খন্দকারের ‘মৃত্যু আমন্ত্রণ’, চ্যানেল আইয়ে আশরাফুর রহমানের ‘মিতালীর চিঠি’, এসএ টিভিতে ইয়ামিন খান পরিচালিত ‘আবেগী’ এবং মাছরাঙ্গা টিভিতে মুজিবুল হক খোকন পরিচালিত ‘ফেসবুক ভাইরাস’। এছাড়া এবারের ঈদ উল আযহায় আর টিভিতে প্রচার হয় সুজন অতিথির ‘ফিটিং বাজি’ ও চ্যানেল আইয়ে আশরাফুর রহমানের নাটক ‘গুপ্তচর’ দর্শক তাকে গ্রহণ করেছে বেশ সাবলীল ভাবেই। আর খুব শীঘ্রই বিটিভিতে প্রচার হতে যাচ্ছে এই শিল্পী অভিনীত জুয়েল শরিফ পরিচালিত ধারাবাহিক নাটক ‘স্বপ্ন যাত্রা’। নিজের কাজ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, অভিনয়ের জন্য যতটুকু সময় পাই ভাল গল্পের নাটকে কাজ করার চেষ্টা করি। কেননা দর্শক সবসময়ই ভাল কিছু চায়। আর ভাল কাজ করতে পারলে নিজের কাছেও বেশ ভাল লাগে। তাই আগামীতে আরও কিছু ভাল কাজ নিয়ে দর্শকদের সামনে আসতে সর্বদাই নিজের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান স্বপ্নিল রনো। স্বপ্নিল ছোটবেলা থেকেই নাচ আর অভিনয়ের প্রতি আলাদা একটা টান ছিল আমার এবং তিনি নাচও করতেন। পড়াশোনাতেও ভাল ছিলেন। অন্তত ক্লাসের অন্য সকলের থেকে শিক্ষকরা তাকে একটু বেশিই কেয়ার নিতেন। পরে অবশ্য জানতে পেরেছিলেন সেটা তার অভিনয় আর নাচের পারদর্শিতার জন্যই। শিক্ষকরাও তার পড়াশোনার পাশাপাশি নাচ আর অভিনয়েও সাফল্য কামনা করতেন। এমনটাই জানান স্বপ্নিল রনো।
×