ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাবির ‘ক’ ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ০৬:০২, ১৯ অক্টোবর ২০১৭

ঢাবির ‘ক’ ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ‘ক’ ইউনিটে মোট পাসের হার ২৩ দশমিক ৩৭ শতাংশ এবং ‘চ’ ইউনিটে পাসের হার ২ দশমিক ৭৫ শতাংশ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ইউনিট দু’টির ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও ‘ক’-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মোঃ হাসানুজ্জামান, চারুকলা অনুষদের ডিন ও ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোঃ ইমদাদুল হক, আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ প্রমুখ। গত ১৩ অক্টোবর শুক্রবার ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৮৯ হাজার ৫০৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৮২ হাজার ৪৫৩ জন। অংশগ্রহণকারীদের মধ্য হতে উত্তীর্ণ হয়েছে ১৯ হাজার ২৬৭ জন। অনুত্তীর্ণ হয়েছে ৬২ হাজার ৮৮২জন। প্রশ্নপত্রে উল্লেখিত নিয়ম অনুযায়ী বিষয় পূরণ না করা বা অতিরিক্ত বিষয়ের উত্তর দেয়ায় বাতিল করা হয়েছে ৩০৪টি উত্তরপত্র। সেই হিসেবে মোট পাসের হার ২৩ দশমিক ৩৭ শতাংশ। পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ) জানা যাবে। তাছাড়া, যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে উট কঅ <ৎড়ষষ হড়> টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি এসএমএস-এ ফলাফল জানা যাবে।
×