ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ চীনকে হারালেই পরের আসরের মূলপর্বে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:০০, ১৯ অক্টোবর ২০১৭

আজ চীনকে হারালেই পরের আসরের মূলপর্বে বাংলাদেশ

রুমেল খান ॥ বিশ্বকাপ হকিতে কোনদিনও খেলেনি বাংলাদেশ। তবে বাছাইপর্ব খেলেছে অনেকবারই। সেই পর্বে উত্তীর্ণ হওয়ার মঞ্চ হচ্ছে নিজেদের মাটিতে দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপ হকির দশম আসর। বিশ্বকাপ হকির বাছাইপর্বে নাম লেখানোটা লাল-সবুজ বাহিনীর জন্য বড়ই কঠিন। এর কারণ গ্রুপপর্বে তাদের হতাশ জাগানিয়া পারফর্মেন্স। এছাড়া এশিয়া কাপ হকির বাছাইপর্ব খেলাটাও তাদের জন্য যন্ত্রণার ও বিড়ম্বনা বিশেষ। সেই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে মরিয়া মাহবুব হারুনের শিষ্যরা। এশিয়া কাপ হকির বাছাইপর্ব এড়ানোর সেই স্বপ্ন পূরণ করাটা কঠিন হলেও অসম্ভব নয়। তবে এজন্য চলমান এশিয়া কাপ হকির আসরে তাদের জিততে হবে টানা দুটি ম্যাচ। সেই দুই ম্যাচের একটি খেলতে আজ তারা রাত ৮টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে নামবে। প্রতিপক্ষ চীন। চীনকে হারাতে পারলেই আগামী ২০২১ সালের এশিয়া কাপ হকির একাদশ আসরে বাছাইপর্বে না খেলে সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে বাংলাদেশ। এজন্যই এখন তাদের লক্ষ্য চলমান এশিয়া কাপ হকির আসরে কমপক্ষে ষষ্ঠ স্থান অধিকার করা। চীনকে হারালে তাদের পঞ্চম স্থানের জন্য খেলতে হবে। সেই ম্যাচে হারলে তারা ষষ্ঠ হবে। আর ষষ্ঠ হলেই আগামী এশিয়া কাপ হকির আসরের সরাসরি মূলপর্বে খেলতে পারবে বাংলাদেশ দল (উল্লেখ্য, গত এশিয়া কাপে আট দলের মধ্যে সপ্তম হয়েছিল বাংলাদেশ)। চলতি আসরে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে খেলবে চার দল। তারা হলো বাংলাদেশ, ওমান, চীন ও জাপান। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে চীনের বিরুদ্ধে রাত ৮টায়। জিতে টপকাতে হবে ‘চীনের প্রাচীর’! যদি ওই ম্যাচে বাংলাদেশ জেতে তাহলে তাদের খেলতে হবে পঞ্চম অধিকার করার জন্য আরেকটি ম্যাচে। আর চীনের কাছে হারলে তাদের খেলতে হবে সপ্তম স্থানের জন্য। এর আগে সুপার ফোরে বিকেল ৩টায় দক্ষিণ কোরিয়া লড়বে পাকিস্তানের বিপক্ষে। বিকেল সাড়ে পাঁচটায় মালয়েশিয়া মুখোমুখি হবে ভারতের। বিশ্ব হকিতে চীন অনেক এগিয়ে বাংলাদেশের চেয়ে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান যখন অষ্টাদশ, সেখানে বাংলাদেশ আছে ৩৪ নম্বরে। ২০১৩ সালে ভারতের দিল্লীতে অনুষ্ঠিত বিশ্ব হকি লীগে চীনকে হারিয়েছিল বাংলাদেশ। সেটাই তাদের সর্বশেষ জয়। বিভিন্ন আসরে এ পর্যন্ত বাংলাদেশ চীনের মোকাবেলা করেছে ১৪ বার। জয়ের পাল্লা চীনেরই ভারি। তারা জিতেছে ৯ ম্যাচে। বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচে। বাকি দুটি ম্যাচ ড্র হয়। গোল সংখ্যা চীনের ৪৮ এবং বাংলাদেশের ২০। এদিকে বুধবার থেকে এশিয়া কাপ হকির সুপার ফোর পর্বের খেলা শুরু হয়েছে। দিনের প্রথম খেলায় মালয়েশিয়া তীব্র লড়াই করে হারিয়েছে এ আসরের তিনবারের শিরোপাধারী পাকিস্তানকে। ম্যাচের স্কোরলাইন ছিল ৩-২। পাকিস্তানের জন্য এ হার ছিল আক্ষেপের, কেননা খেলায় প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল তারাই। দ্বিতীয় ম্যাচে ভারত ১-১ গোলে ড্র করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে। আসলে তারা রুখে দিয়েছে প্রতিপক্ষদের। কেননা হারতে হারতে বেঁচে গেছে তারা। খেলা শেষ হবার মাত্র ১ মিনিট আগে সমতায় ফিরে ঘাম দিয়ে যেন জ¦র ছাড়ে তাদের। ফলে জয়ের সমান ড্রয়ের আনন্দ নিয়ে ভারত দল এবং হারের সমান ড্রয়ের বেদনা নিয়ে খেলা শেষে টার্ফ ছাড়ে তারা।
×