ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ১১৮ বস্তা চাল উদ্ধার

প্রকাশিত: ০৫:২১, ১৯ অক্টোবর ২০১৭

মুন্সীগঞ্জে ১১৮ বস্তা চাল উদ্ধার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকার সাভার থেকে ৩শ’ ৫০ বস্তা চুরি হওয়া চাল মুন্সীগঞ্জ ও ঢাকা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে ১১৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। শহরের বড় বাজারে অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয়। ২৪ অক্টোবর সাভার থেকে চুরি হওয়া চাল বুধবার সকালে উদ্ধার করা হয় এবং চারজনকে আটক করা হয়েছে। মুন্সীগঞ্জ শহরের বাজারের আটককৃতরা হলো- শাহ-আলম ট্রেডার্স শাহ-আলম, জাকির স্টোরের জাকির, বিপ্লব স্টোরের বিপ্লব ও সামি স্টোরের সামি। ঢাকা গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক বাশার জানান, চুরি হওয়া ৩৫০ বস্তা চালের বস্তার সন্ধানে আমরা গোপনীয় ভাবে অভিযান চালিয়ে থাকি। এই ঘটনায় মাসুদ, ফরহাদ, একলাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের থেকে আমরা তথ্য পেয়ে নারায়ণগঞ্জে অভিযান চালাই। ফতুল্লার শিবু মার্কেট হাজীগঞ্জ এলাকা থেকে ৫৬ বস্তা চাল উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ শহরের বড় বাজারে অভিযানে ১১৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ৫৫ মাদকসেবীর আত্মসমর্পণ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৮ অক্টোবর ॥ ৫৫ মাদক বিক্রেতা ও মাদকসেবী বুধবার বিকেলে ভোলা বাংলা স্কুল মাঠে আত্মসমর্পণ করতে এসে তাদের অন্ধকার জীবনের গল্প তুলে ধরেন। ভোলা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাদক বিক্রেতা ও সেবীদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম। গেস্ট অব অনার ছিলেন, ভোলা জেলা দায়রা জজ ফেরদৌস আহমেদ। ভোলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ সেলিম উদ্দিন, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপটেন মোসায়েদ, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ। হাতির মৃতদেহ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৮ অক্টোবর ॥ বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা হালচাটি গ্রামে হাতির মৃতদেহ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে হালচাটি গ্রামে গরু রাখালরা একটি বন্যহাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে রাংটিয়া রেঞ্জের কর্মকর্তারা ওই গ্রামে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল শেষে হাতিটি সেখানেই মাটিচাপা দেয়া হয়। হাতিটির ময়নাতদন্তকারী চিকিৎসক ভেটেরিনারি সার্জন পলাশ ক্রান্তি বলেন, মৃত হাতিটির পিঠের ডানপাশে প্রায় ৩ ইঞ্চি গভীর পুরনো ক্ষত চিহ্ন দেখা গেছে।
×