ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনায় হামলায় কৃষক নিহত

প্রকাশিত: ০৫:১৭, ১৯ অক্টোবর ২০১৭

খুলনায় হামলায় কৃষক নিহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ তেরখাদা উপজেলায় প্রতিপক্ষের হামলায় গোবিন্দ মল্লিক (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় হাসপাতালে নেয়ার পর রাত ১১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তেরখাদা ইউনিয়নের অর্জুনা বলর্ধনা গ্রামের গোবিন্দ নিজ গ্রামের একটি অনুষ্ঠান থেকে পরিবারের লোকজনসহ বাড়ি ফিরছিলেন। পথে প্রতিপক্ষের কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১১টার দিকে তিনি মারা যান। এই হামলায় আরও ৪/৫ জন আহত হয়েছেন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরায় আহত ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্র শিমুল মিয়ার (১৮) মৃত্যু হয়েছে । বুধবার দুপুরে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । ৫দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে সে মারা যায়। সে মাগুরার শালিখার বিহারীলাল শিকদার কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং শালিখার নাঘোষা গ্রামের গোলাম ছরোয়ারের ছেলে। জানা যায় , গত ১৪ অক্টোবর কলেজে যাওয়ার পথে প্রতিপক্ষ তাকে পিটিয়ে গুরুতর আহত করলে প্রথমে মাগুরা সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাউথইস্ট ভার্সিটিতে মতবিনিময় সাউথইস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে গত শনিবার বিশ্বদ্যিালয়ের মূল ক্যাম্পাসের সেমিনার হল বনানীতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন অনুষ্ঠানে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাগত জানিয়ে প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ, এসপিপি, পিএসসি (অব)। আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজ এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর উপদেষ্টা অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার মান, শিক্ষার পরিবেশ, প্রশাসনিক সুযোগ-সুবিধাসহ প্রাসঙ্গিক নানাবিধ বিষয় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের মত বিনিময় হয়। -বিজ্ঞপ্তি
×