ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে উমেদার খুন

প্রকাশিত: ০৫:১৬, ১৯ অক্টোবর ২০১৭

গাজীপুরে উমেদার খুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পৌর ভূমি অফিসের এক উমেদারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ভাইকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। তবে ঘটনার পর থেকে ৮বছরের পুত্রসন্তানকে নিয়ে নিহতের ভাবি নিখোঁজ রয়েছে। নিহতের নাম মনির হোসেন (২৮)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব মারিয়ালী গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। নিহতের স্বজনরা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব মারিয়ালী গ্রামের বাড়িতে আনোয়ার হোসেন তার দ্বিতীয় স্ত্রী ও সন্তান নিয়ে থাকেন। একই ভবনের পাশাপাশি কক্ষে থাকেন আনোয়ার হোসেনের বাবা-মা ও ছোট ভাই মনির হোসেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া শেষে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে আনোয়ার হোসেনের প্রথম সংসারের মেয়ে বিএআরআই উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অর্পিতা আক্তার ঘুম থেকে জেগে ওঠে। এসময় অর্পিতা তার সৎ মা ফাহমিদা আক্তার ও ছোট ভাইকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। বাড়ির লোকজন ফাহমিদার মোবাইলে ফোন করে তা বন্ধ পায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে মনিরের কক্ষের দরজা খোলা দেখতে পায় বাড়ির লোকজন। এসময় তারা ভেতরে প্রবেশ করে বিবস্ত্র অবস্থায় মনিরের রক্তাক্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় লাশের পাশ থেকে হত্যাকা-ে ব্যবহৃত একটি রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়। নিহতের পেটে ধারালো ছোরার একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মনির হোসেন গাজীপুর পৌর ভূমি অফিসে উমেদারের কাজ করত। সাতক্ষীরায় স্বামী স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে আব্দুল হাকিম (৬০) নামের এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় স্ত্রী আন্না খাতুনকে আটক করে গ্রামবাসী পুলিশে দিয়েছে। নিহত আব্দুল হাকিম ওই গ্রামের মৃত সুজাউদ্দীন গাজীর ছেলে। আব্দুল হাকিমের চাচাত ভাই গোলাম সরোয়ার জানান, আব্দুল হাকিমের কোন সন্তান হতো না। আনোয়ারা খাতুন তার চতুর্থ স্ত্রী। দুই বিঘা সম্পত্তি লিখে দেয়ার শর্তে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের রাজাপুর গ্রামের হাকিম গাজীর মেয়ে আন্নাকে বিয়ে করেন হাকিম। এ নিয়ে তাদের বাড়িতে প্রতিদিন ঝগড়া-বিবাদ লেগে থাকত। মঙ্গলবারও তাদের বাড়িতে ঝগড়া হয়। এ সময় আন্না খাতুনের পূর্বের পক্ষের ছেলে রুমান (১০) ও আন্না খাতুনের বোন রোকেয়া খাতুন তাদের বাড়িতে ছিল। তিনি আরও বলেন, ভোরে কোন এক সময় তার ভাইকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার দেয়। কিন্তু ঝুলন্ত দেহটি ঘরের মেঝেতে হাঁটু গেড়ে বসা অবস্থায় পাওয়া যায়। গাইবান্ধায় চালক, বৃদ্ধ ও গৃহবধূ নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সাঘাটা উপজেলায় সিএনজির সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে ধারালো খুর দিয়ে কুপিয়ে আলম মিয়া (৩০) নামে এক সিএনজি চালককে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়া-গাইবান্ধা সড়কে বোনারপাড়া সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইর গ্রামের মৃত ছমেত উল্যাহর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বোনারপাড়া সিএনজি স্ট্যান্ডে সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে নিহত আলম মিয়ার ছোট ভাই সিএনজি চালক আমজাদের সঙ্গে আরেক চালক পারভেজের কথা কাটাকাটি হয়। এর পর আলম মিয়া বোনারপাড়া কাজী আজাহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় কালপানি গ্রামের জামাল উদ্দিনের ছেলে সিএনজির মালিক বাবু মিয়া, তার চালক পারভেজ ও সিএনজি মেকার আরিফ তার পথরোধ করে। এর পর কোন কিছু বুঝে ওঠার আগেই বাবু মিয়া আলম মিয়ার শরীরে এলোপাতাড়ি খুর দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে আলম মিয়ার শরীর ক্ষতবিক্ষত হলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা আলম মিয়াকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিখোঁজের তিনদিন পর সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার গ্রামে বুধবার সকালে মালিবাড়ীর চৌরাস্তা বাজার সংলগ্ন একটি পুকুর থেকে ভারসাম্যহীন দুদু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দুদু মিয়া হাসেম বাজার এলাকার মৃত আব্বাস উদ্দীনের ছেলে। জানা গেছে, বেশ কিছুদিন থেকে দুদু মিয়া মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর গত রবিবার হঠাৎ নিখোঁজ হন তিনি। গাইবান্ধা পৌরসভার ডেভিড কোম্পানিপাড়ায় বুধবার বেলা সাড়ে ১১টায় নিজ ঘরে ঝর্ণা বেগম (৪০) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের নতুন বাজার সংলগ্ন ডেভিড কোম্পানিপাড়ায় আসক্রিম ফ্যাক্টরির কর্মচারী হানিফ মিয়া কাজের জন্য ফ্যাক্টরি সংলগ্ন বাসার ভেতরে গেলে বাথরুমের সম্মুখে গলাকাটা অবস্থায় ঝর্ণা বেগমকে পড়ে থাকতে দেখে। পরে হানিফ মিয়া ফ্যাক্টরির মালিক সাখাওয়াত হোসেন খান ট্রফিকে ঘটনাটি জানায়। ট্রফি বাসার ভেতরে প্রবেশ করে ঝর্ণা বেগমের লাশ দেখে চিৎকার করে কান্নায় ভেঙ্গে পড়ে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে গলাকাটা লাশটি প্রত্যক্ষ করে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সাভারে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সম্পত্তির জন্য সাভারে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে নিজ ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যের বিরুদ্ধে।মঙ্গলবার মধ্যরাতে সাভার মডেল থানাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নিজ বাড়ির একটি কক্ষ থেকে ফালু মিয়া (৯৮) নামের ওই বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, ফালু মিয়ার এ বয়সে আত্মহত্যা করার মতো কোন ঘটনা ঘটেনি। সম্পত্তি দখলের জন্যই ফালু মিয়াকে শ^াসরোধে হত্যা করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহের জন্য মৃতদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে তার ছেলে দ্বীন ইসলাম টেনরু, বউ ঝুমকি বেগমসহ তিনজন। শাহজাদপুরে নববধূর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে জানান, শাহজাদপুরে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, শাহজাদপুর পৌর এলাকার আইগবাড়ী পারকোলা গ্রামে ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে দারিয়াপুর গ্রামের মিলন হোসেনের স্ত্রী সুখি খাতুন (১৮)। জানা গেছে, দ্বারিয়াপুর গ্রামের রোশনাই আলীর পুত্র মিলন (১৯) ১০ দিন পূর্বে উপজেলার বড়ধুনাইল গ্রামের নুর আলমের কন্যা সুখি খাতুনকে বিয়ে করে আইগবাড়ী পারকোলা গ্রামের গোলজার হাজীর বাসায় ভাড়া থাকত। মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে উঠে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলতে দেখে। বরিশালে যুবক স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রাম থেকে সুব্রত রায় (১৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, ওই গ্রামের নিরঞ্জন রায়ের পুত্র সুব্রত রায় মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে অভিমান করে রাতে বিষপান করে। মুর্মূর্ষু অবস্থায় সুব্রতকে পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন রাতে তার (সুব্রত) মৃত্যু হয়।
×