ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ০৫:১৬, ১৯ অক্টোবর ২০১৭

শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৮ অক্টোবর ॥ বুধবার সকালে বগুড়ার আদমদীঘি উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এতিম ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা হলরুমে নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আহম্মদ মালার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। বক্তব্য রাখেন নারী উন্নয়ন ফোরামের সেক্রেটারি মাহবুবা জামান রতœা, শিক্ষিকা গীতা বালা প্রমুখ। শেষে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯৮ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুদানের চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৮ অক্টোবর ॥ জেলার স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সূহের মাঝে অনুদানের ১০ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৫টি উপজেলার ৫৭টি সমিতির মধ্যে এই অনুদানের চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোকাম্মেল হক। এছাড়া বক্তব্য রাখেন প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লা হেল বাকি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেবেকা সুলতানা প্রমুখ।
×