ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার দুই

প্রকাশিত: ০৫:১৩, ১৯ অক্টোবর ২০১৭

চট্টগ্রামে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার দুই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুজনের মধ্যে একজন একটি বেসরকারী ভার্সিটির আইন বিভাগের ছাত্র। মঙ্গলবার রাতে পাঁচলাইশ থানার সেমিট্রি রোড ও বিবিরহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সিএমপি সূত্র জানায়, নগরীর পাঁচলাইশ থানার খ্রীস্টান সেমিট্রি রোডের বশর মার্কেটের সামনে থেকে রাতে প্রথমে গ্রেফতার করা হয় আতিকুল আলম তারেক নামের একজনকে। তার কাছ থেকে উদ্ধার হয় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট। তারেক সাউদার্ন ইউনির্ভাসিটির আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র। তার বাড়ি টেকনাফ উপজেলায়। তার পিতা নুরুল ইসলাম একজন ধনাঢ্য ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে তার আত্মীয়স্বজনদের মধ্যে আরও কয়েকজনের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার কথা জানায়। আইনের ছাত্র তারেক টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করত। এগুলোর ক্রেতা ছিল তার বন্ধু-বান্ধব এবং পরিচিতরা। তার দেয়া তথ্যের ভিত্তিতে বিবিরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয় রফিক নামের আরেকজনকে। তার কাছেও পাওয়া যায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট। রফিকের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। এদিকে মাদক মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে আদালত। দ-িতরা হলো মোহাম্মদ আলী হোসেন, নাসিম, হেলাল উদ্দিন এবং ওমর ফারুক। বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এম শাহে নূর এ আদেশ প্রদান করেন। নীলফামারীতে ৫ দিন ধরে নিখোঁজ তিন বছরের শিশু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পাঁচদিন ধরে রিয়াজ বাবু নামের তিন বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। ১৪ অক্টোবর বেলা সাড়ে ১১টার পর থেকে শিশুটির সন্ধ্যান পাওয়া যাচ্ছে না। শহরের বাড়াইপাড়া মহল্লার আজিজুল ইসলামের এই শিশু ছেলেটি নিখোঁজ নিয়ে শহরজুড়েই তোলপাড় সৃষ্টি করেছে। কেউ কেউ ধারণা করছে শিশু অপহরণকারীরা এই কাজ করতে পারে। শিশুটির বাবা এ ঘটনায় নীলফামারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। রিয়াজ বাবুর পারিবারিক সূত্র জানায় প্রতিদিনই বাড়ির আশপাশ খেলাধুলা করে। ঘটনার দিন শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সে খেলছিল। এরপর তাকে আর পাওয়া যায়নি। বাবা আজিজুল ইসলাম জানান, ছেলেকে পেতে হন্য হয়ে খুঁজছি কিন্তু সন্ধ্যান পাচ্ছি না। মাইকিং করে প্রচার এমনকি পোস্টার সাটিয়ে দিয়েছি বিভিন্ন স্থানে। বিষয়টি থানা পুলিশ ছাড়াও স্থানীয় র‌্যাব ক্যাম্পে অবহিত করছি।
×