ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফল শহরের একমাত্র খালটি দখল হয়ে যাচ্ছে

প্রকাশিত: ০৫:১২, ১৯ অক্টোবর ২০১৭

বাউফল শহরের একমাত্র খালটি দখল হয়ে যাচ্ছে

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৮ অক্টোবর ॥ বাউফল পৌর শহরের একমাত্র খালটি দখল হয়ে যাচ্ছে। যে যার তো করে খাল দখল করে নিচ্ছেন। দেখলে মনে হয় খাল দখলের মহোৎসব চলছে। ফলে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে খালটি। ফলে বাধাগ্রস্ত পয়োনিষ্কাশন ও পরিবহন ব্যবস্থা। খালটি উদ্ধারে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। সরেজমিন দেখা গেছে, কালাইয়া অংশের তেঁতুলিয়া নদী থেকে এই খালটির উৎপত্তি হয়ে বাউফল পৌর শহরের মধ্য দিয়ে পশ্চিমে বগার লোহালিয়া নদী, উত্তরে নুরাইনপুর আলগী নদী ও দক্ষিণে নওমালা ভায়া আদাবাড়িয়ার মাধবপুর খালে গিয়ে মিশেছে। এই খালটির পৌরসভার অংশের আতাহার গাজী ব্রিক ফিল্ড থেকে কাগুজীপুল উত্তর দিকে গোলা বাড়ি বেইলি ব্রিজ থেকে জোর ব্রিজ এবং দক্ষিণ দিকে জেলা পরিষদের ডাকবাংলো থেকে থেকে সিকদার বাড়ি ব্রিজ পর্যন্ত খালটির দুই পাশ যে যার তো করে দখল করে নিয়েছে। এক শ্রেণীর লোকজন খালের মধ্যে পাইলিং করে মাটি ও বালু ভড়াট করে পাকা ভবন ও দোকানপাঠ নির্মাণ করছেন। এক সময় এই খালটি দিয়ে খর ¯্র্েরাত প্রবাহিত হলেও বর্তমানে খালটি মরে যাচ্ছে। এ খাল বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রীসহ পণ্যসামগ্রী পরিবহন করা হয়। বর্তমানে খালটির দুই পাশ দখল হয়ে যাওয়ায় নাব্য কমে গেছে। নৌযান চলাচল ও পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। জরিমানা নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৮ অক্টোবর ॥ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বুধবার দুপুরে জামালপুর শহরের ইসলামপুর সড়কের ওষুধের দোকান বায়োজিদ মেডিক্যাল হলে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নকল ওষুধ বিক্রি ও মজুদ করার দায়ে দোকান মালিক আল আমিনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারিক হাকিম আসাদুজ্জামান বুধবার দুপুরে ওই ওষুধের দোকানে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের নকল ও নিষিদ্ধঘোষিত প্রতিষ্ঠানের ওষুধ জব্দ করেন। এ সময় ওই দোকানের মালিক ওষুধ ব্যবসায়ী আল-আমিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের রায়ে তাকে ৮০ হাজার টাকা অনাদায়ে ছয় মাসের কারাভোগের আদেশ দেন। পরে আল আমিন ৮০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে ছাড়া পান। জব্দ করা ওষুধগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলা হয়।
×