ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও চিনিকল শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০২:১৫, ১৮ অক্টোবর ২০১৭

ঠাকুরগাঁও চিনিকল শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জাতীয় মঞ্জুরী কমিশন-২০১৫ - এর সুপারিশ মতে জাতীয় মঞ্জুরী স্কেল-২০১৫ ঘোষণা ও বাস্তবায়নসহ ১৯ দফা দাবি নিয়ে বুধবার ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও সুগার মিলের সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ। দুপুরে সুগার মিলের গেট প্রাঙ্গনে এ কর্মসুচি চলাকালে ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: উজ্জল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সভাপতি ও ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, ঠাচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক জবাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, ওয়ার্কসপ শ্রমিক রুম্মন, সাইফুল আলম সরকার প্রমুখ। বক্তাগন মজুরি কমিশন-২০১৫ অবিলম্বে ঘোষণা ও বাস্তবায়ন, বে-আইনিভাবে গঠিত আপদকালিন সেট-আপ ও সাশ্রয় নীতিমালা বাতিল, মৌসুমী থেকে স্থায়ী করণ সহ সকল শুন্য পদ পুরণ, শ্রম আইন অনুযায়ী পে-কমিশনভুক্ত কর্মচারীদের শুক্রবার ও সরকারি ছুটির দিনে ৮ ঘন্টা ওটি প্রদান সহ ১৯ দফা দাবি মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এছাড়াও চিনি শিল্পের বিভিন্ন মিল/প্রতিষ্ঠানের বর্তমানে শ্রমিক-কর্মচারীদের নিদারুন আর্থিক সংকটে মানবেতর জীবন-যাপনের কথা উল্লেখ করে মিলে কর্ম পরিবেশ নিশ্চিত এবং উৎপাদন ব্যবস্থা রক্ষার স্বার্থে শ্রম আইনের ২০৯ ধারা মোতাবেক ১৫ দিনের মধ্যে দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে ১৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
×