ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ক্লাইন্ট ফেয়ার অবহিত করণ কর্মশালা

প্রকাশিত: ০১:২০, ১৮ অক্টোবর ২০১৭

সিরাজগঞ্জে ক্লাইন্ট ফেয়ার অবহিত করণ কর্মশালা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বুধবার দুপুরে সিরাজগঞ্জে পরিবার পরিকল্পনা কার্যক্রমের ” ক্লাইন্ট ফেয়ার” কার্যক্রমের অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বাইরে কোন জেলা শহরে এই প্রথম এ ধরণের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ কাজী মোস্তফা সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কাজী আখম মহিউল ইসলাম। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিসিএসডিপি বিভাগ আয়োজিত জেলা পরিবার পরিকল্পনা অফিসে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। কর্মশালায় উপজেলা চেয়ারম্যান ভাইস, চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক শাহিন হাসানের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় পরিচালক মলয় কুমার রায়,সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মনজুর রহমান প্রমুখ। উপপরিচালক ডাঃ নিয়াজ মোহাম্মাদ কামালী ক্লাইন্ট ফেয়ার বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে উপস্থিত সকলকে অবহিত করেন।
×