ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে ফসলের বিষে মরছে পাখি

প্রকাশিত: ০১:১৯, ১৮ অক্টোবর ২০১৭

বাউফলে ফসলের বিষে মরছে পাখি

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ ধান ক্ষেত, জলাধারে ছোট মাছ আর পোকা-মাকড়ের আশায় ছুটে এসে প্রাণ দিচ্ছে পরিবেশ বান্ধব বক, পানকৌঁড়ি, ফিঁঙে, মাছরাঙার মতো পাখিরা। পোকা দমনে ক্ষেত খামারে ছিটানো বিষাক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে এসব পাখিরা। বাউফলের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকা এখন সবুজে ঘেরা ধান ক্ষেত। কিন্তু এসব সবুজে ঘেরা ধান ক্ষেতে এখন ভেসে বেড়াচ্ছে বিষের গন্ধ। জলা ধান ক্ষেতের বিষে আক্রান্ত ছোট মাছ কিংবা পোকা-মাকড় আহার করে মারা যাচ্ছে নানা প্রজাতির পাখি। তাই দিন দিন কমছে বিভিন্ন প্রজাতির দূর্লভ পাখির সংখ্যা। স্থানীয় পরিবেশ বিষয়ক সংগঠন ‘সেভ দি বার্ড এ্যান্ড বি এন এর পরিচালক এমএ বশার জানান, আবহাওয়ার বৈরী প্রভাব, উপকুলীয় ম্যানগ্রোভ জাতীয় গাছপালা, নারিকেল-সুপারির বন, বাঁশ বাগান, হোগলা পাতার বন, জোপ-জঙ্গল কমে যাওয়াসহ কিটনাশকের ব্যাবহারের কারণে উপকুলীয় অঞ্চল থেকে ধুপনি বক, রাঘ্গা বক, কুনি বক, লাল বক, ময়ূর পঙ্খি বক, শামুক খোল, মৌটুসী, ফটিকজল, সোনালী মাছ রাঙা, নীল বুক মাছরাঙা, পাকরাও মাছ রাঙা, বসন্ত বাউরি, দোয়েল, বাবুই, গোবরে শালিক, হলদে পাখি, পানকৌঁড়িসহ বিভিন্ন পরিযায়ী পাখিরা হারিয়ে যাচ্ছে। বিষক্রিয়ায় বিলুপ্তির পথে স্থানীয় জাতের বিভিন্ন মাছ ও প্রাণি। একসময় জলাশয়ের কাছে কলোনি করে থাকা দুই-তিন যুগ পার করার কথা থাকলেও হাজার হাজার বক, শামুকখোল, পানকৌঁড়ির মতো পাখিদেরও আর দেখা যায় না। সার-ওষুধের ছোবলে প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ বিপন্ন। বিলুপ্তির পথে বিভিন্ন পশু-পাখি।
×