ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দোহারের পদ্মা নদীতে অভিযানে মা ইলিশ ও জাল জব্দ, আটক ৬

প্রকাশিত: ০০:১৯, ১৮ অক্টোবর ২০১৭

দোহারের পদ্মা নদীতে অভিযানে মা ইলিশ ও জাল জব্দ, আটক ৬

সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ, ঢাকা ॥ মা ইলিশ রক্ষায় ঢাকার দোহারে পদ্মা নদীতে মঙ্গলবার রাতভর সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। অভিযানে ৪ মন মা ইলিশ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন প্রশাসন। জাল ও মা ইলিশ মাছের সাথে আটক করা হয়েছে ছয় জেলেকেও। স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীতে গত কয়েকদিন ধরে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও বিভিন্ন সময় গোপনে থেমে নেই মা ইলিশ ধরা। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম আল-আমীন অভিযানে নেতৃত্ব দেন। দুইটি স্পীডবোট নিয়ে পদ্মায় অভিযান চলাকালে ৪ মন মা ইলিশ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬ জেলেকেও আটক করা হয়েছে। বুধবার সকালে নারিশা ডাকবাংলো ঘাটে জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত মাছ দোহারের দুটি আশ্রয়ন প্রকল্পে বসবাসরত গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরুল হাসান ও কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন জানান, বর্তমানে মা ইলিশ ধরা নিষেধ থাকা সত্তেও জেলেরা গোপনে মা ইলিশ ধরছনে। এরই ধারাবাহিকতায় রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে এবং মা ইলিশ, জাল ও জেলেদের আটক করা হয়ছে। তিনি আরও বলেন আমাদের এই অভিযান অব্যহত থাকবে।
×