ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় বখাটে ইমন গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০০:১৬, ১৮ অক্টোবর ২০১৭

নেত্রকোনায় বখাটে ইমন গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ কেন্দুয়া উপজেলার পারভীন সিরাজ মহিলা কলেজের এইচএসসি’র দ্বিতীয় বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌসের ওপর নৃশংস হামলায় জড়িত বখাটে ইমনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মোহনগঞ্জ রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সে ট্রেনে চড়ে ঢাকায় পালিয়ে যাবার চেষ্টা করছিল। আহত ছাত্রীর বাবা মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বুধবার দুপুরে এ ঘটনায় কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন। উত্যক্তকরণ, নারী ও শিশু নির্যাতন এবং হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলাটিতে ইমনকে একমাত্র আসামী করা হয়। এদিকে বখাটে ইমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ চত্ত্বরে বিক্ষোভ মানববন্ধন হয়েছে। পারভীন সিরাজ মহিলা কলেজ আয়োজিত মানববন্ধনে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও কেন্দুয়া ডিগ্রি কলেজ, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, আতিকুর রহমান ভূইয়া একাডেমি, সায়মা শাহজাহান একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন: উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া, কেন্দুয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, পারভীন সিরাজ মহিলা কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী, মাওলানা আবুল কালাম আজাদ, আশরাফ উদ্দিন ভূইয়া, প্রভাষক লুৎফুর রহমান, ছাত্রলীগ নেতা আবীর আহম্মেদ খান রুজেল প্রমুখ।
×