ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডি ভিলিয়ার্সের ঝড়ো সেঞ্চুরি ॥ আমলার বিদায়

প্রকাশিত: ০০:১৫, ১৮ অক্টোবর ২০১৭

ডি ভিলিয়ার্সের ঝড়ো  সেঞ্চুরি ॥ আমলার বিদায়

অনলাইন রিপোর্টার ॥ আজ দক্ষিণ আফ্রিকার পার্লে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন ডি ভিলিয়ার্স । আমলা বিদায় নিয়েছেন ৯২ রানে। এটি ডি ভিলিয়ার্সের ২৫তম সেঞ্চুরি । বড় জুটিতে সঙ্গী আমলা বিদায় নিলেও প্রভাব নেই ডি ভিলিয়ার্সের ব্যাটিংয়ে। দারুণ খেলেই ছুঁয়ে ফেললেন সেঞ্চুরি। ওয়ানডেতে তার ২৫তম। বাংলাদেশের বিপক্ষে ষষ্ঠ ইনিংসে প্রথম। ৩৪ বলে করেছিলেন অর্ধশতক। পরের পঞ্চাশেও বল লেগেছে ৩৪টি। ৬৮ বলে সেঞ্চুরি। খানিকটা মন্থর উইকেট, বাজে আউটফিল্ডে এই গতিতে সেঞ্চুরি করে আরও একবার চিনিয়েছে তার জাত। তার আগে ১৩৬ রানের রেকর্ড করে ভাঙ্গে তৃতীয় উইকেট জুটি। হাশিম আমলাকে ফেরালেন রুবেল হোসেন। শাফল করে অফ স্টাম্পে এসেছিলেন আমলা। অফ স্টাম্প ঘেষা বলটিতে গ্লাইড করে নিতে চেয়েছিলেন এক রান। বল তার ব্যাটের কানা ছুঁয়ে কিপারের গ্লাভসে। ৯২ বলে ৮৫ রানে আউট হলেন আমলা। মাত্র চারটি চার হলেও স্ট্রাইক রেট ৯২.৩৯! দক্ষিণ আফ্রিকার রান ৪০ ওভারে ৩ উইবেটে ২৫৫ রানা। এখন খেলেছেন ডুমিনি ও ভিলিয়ার্স ।
×