ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০০:০৭, ১৮ অক্টোবর ২০১৭

শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুর সীমান্তে আরও একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বন-বিভাগের কর্মকর্তারা। ১৮ অক্টোবর বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা হালচাটি গ্রামে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে শেরপুর সীমান্তে ২ মাসের ব্যবধানে ৪ টি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হল। জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী উপজেলার হালচাটি গ্রামে গরু রাখালরা একটি বন্যহাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে রাংটিয়া রেঞ্জের কর্মকর্তারা ওই গ্রামে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল শেষে হাতিটি সেখানেই মাটিচাপা দেওয়া হয়। হাতিটির ময়নাতদন্তকারী চিকিৎসক ভেটেনারী সার্জন পলাশ ক্রান্তি বলেন, মৃত হাতিটির পিঠের ডানপাশে প্রায় ৩ ইঞ্চি গভীর পুরোনো ক্ষত চিহ্ন দেখা গেছে। হাতিটি পূর্ণবয়স্ক মাদী হাতি। তবে হাতিটি কিভাবে মারা গেছে তা ময়নাতদন্ত সম্পন্ন হলে বলা যাবে। রাংটিয়া রেঞ্জের বন-কর্মকর্তা মো. আব্দুল আল মামুন বলেন, ওই ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী করার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, এর আগে ৮ অক্টোবর শ্রীবরদী বালিজুড়ি অফিসপাড়া এলাকায় বন বিভাগের কর্মীরা একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করে। তার আগে ৬ অক্টোবর শ্রীবরদীর রাঙ্গাজান গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া গত ১৩ আগস্ট শ্রীবরদী সীমান্তঘেঁষা হালুয়াহাটি গ্রামে আরেকটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছিলো বনবিভাগ।
×