ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় গেলেন প্রধান বিচারপতি স্ত্রী

প্রকাশিত: ২৩:২১, ১৮ অক্টোবর ২০১৭

অস্ট্রেলিয়ায় গেলেন প্রধান বিচারপতি স্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ মাঝে চারদিন বিরতি দিয়ে অবশেষে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার স্ত্রী সুষমা সিনহা। মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৭ ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এরআগে গত শুক্রবার একই সময়ে একই ফ্লাইটে প্রধান বিচারপতি এসকে সিনহা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান। সংবিধানের ষোড়শ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বিভিন্ন শারীরিক জটিলতার কথা বলে গত ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এক মাসের ছুটি নেন প্রধান বিচারপতি এসকে সিনহা। গত ১০ অক্টোবর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো এক চিঠিতে এসকে সিনহা জানান, তিনি ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে অবস্থান করতে চান। পরে বৃহস্পতিবার (১২ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১০ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশে অবস্থানকালীন বা তার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিঞা। ঢাকা ছাড়ার আগে প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন, তিনি অসুস্থ না। আবার ফিরে আসবেন। এছাড়া তিনি একটি চিঠি সাংবাদিকদের ধরিয়ে দেন। যাতে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তার বক্তব্য ছিল। এর জের ধরে পরদিনই প্রধান বিচারপতির বিরুদ্ধে নৈতিক স্খলন, অনিয়ম-দুর্নীতিসহ ১১টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। ওইদিন ১১টি সুনির্দিষ্ট অভিযোগ সম্বলিত দালিলিক তথ্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে হস্তান্তর করেছেন বলে সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানান। এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা বক্তব্য-বিবৃতির মধ্যেই মঙ্গলবার রাতে স্বামীর মতোই ঢাকা ছাড়ের সুষমা সিনহা। প্রধান বিচারপতি তিন বছরের জন্য অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন। সেখানে তাদের মেয়ে বসবাস করেন।
×