ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পার্লে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ২১:১৭, ১৮ অক্টোবর ২০১৭

পার্লে  দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ

অনলাইন রিপোর্টার ॥ আজ দক্ষিণ আফ্রিকার পার্লে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ।প্রথম ওয়ানডেতে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং নেয়। ২৭৮ রান সংগ্রহ করেও বাংলাদেশ ১০ উইকেটে পরাজিত হয়। বাংলাদেশের একাদশে ফিরেছেন তামিম ইকবাল। তাকে জায়গা দিতে একাদশের বাইরে গিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। বাংলাদেশের একাদশে পরিবর্তন একটিই। পার্লের বোল্যান্ড পার্কে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ১৯৯৭ সালের জানুয়ারিতে। সেই থেকে এই দুই দশকে মাত্র দশম আন্তর্জাতিক ম্যাচ এটি। বাংলাদেশ এখানে খেলছে এই প্রথমবার। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
×