ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় বখাটে ইমন গ্রেফতার

প্রকাশিত: ১৯:৩৭, ১৮ অক্টোবর ২০১৭

নেত্রকোনায় বখাটে ইমন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার কেন্দুয়া উপজেলায় কলেজছাত্রী জান্নাতুল আক্তারকে নৃশংসভাবে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত বখাটে ইমনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় কেন্দুয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনার পর সে ট্রেনে চড়ে ঢাকায় পালিয়ে যেতে চেয়েছিল। এদিকে আহত কলেজছাত্রী জান্নাতুল আক্তার(১৭) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চাপাতির কোপে তার শরীরের অন্তত ১২টি স্থানে গুরুতর জখম হয়েছে। এ কারণে তার শরীর থেকে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এলাকাবাসি ইমনের ফাঁসি দাবি করেছেন। জানা গেছে, প্রেমে সাড়া না দেয়ায় বখাটে ইমন মঙ্গলবার বিকাল তিনটার দিকে কেন্দুয়া উপজেলা সদরের শান্তিনগর এলাকায় কলেজ ছাত্রী জান্নাতুল আক্তারের ওপর নৃশংস হামলা চালায়। চাপাতি দিয়ে কুপিয়ে তার মুখ, বুক, পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে। এছাড়া তার মাথার চুলও কেটে ফেলে। জান্নাতুল কিশোরগঞ্জ উপজেলার ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের পাথাইরকান্দি গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের মেয়ে। সে কেন্দুয়া সদরের শান্তিনগর এলাকার এক বাসায় ভাড়া থেকে স্থানীয় পারভীন সিরাজ মহিলা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ে। অন্যদিকে বখাটে ইমনের বাড়ি কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা ভূঁইয়াপাড়া গ্রামে। তার বাবার নাম মোহর আলী। কেন্দুয়া থানার এসআই মাসুদ আজ বুধবার ১২টায় জনকণ্ঠকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
×