ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোলায় যাত্রীবাহি বাস পুকুরে পড়ে নিহত-১,আহত-৩০

প্রকাশিত: ১৯:২৬, ১৮ অক্টোবর ২০১৭

ভোলায় যাত্রীবাহি বাস পুকুরে পড়ে নিহত-১,আহত-৩০

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলা-চরফ্যাসন সড়কের বাংলা বাজার এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের কাছে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে গেছে। এ সময় ঘটনা স্থলে আমেনা বেগম (৬৫) নামে নারী নিহত হয় ও আরো অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে। আজ বুধবার সকালে ভোলার চরফ্যাসন উপজেলা থেকে মুসাফির পরিবহন নামে যাত্রীবাহি বাসটি ভোলা সদরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টার দিকে চরফ্যাসন উপজেলা থেকে আসা যাত্রীবাসটি বাংলাবাজার এলাকার পল্লী বিদ্যুত অফিসের কাছে দ্রুতগতিতে একটি অটো রিক্সাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় আমেনা বেগম নামে এক যাত্রী ঘটনা স্থলেই মারা যায়। তিনি চরফ্যাসন আঞ্জুর হাট থেকে ভোলায় তার মেয়ের জামাই বাড়ি যাওয়ার কথা ছিলো। এ ছাড়াও বাসের অন্তত ৩০ যাত্রীকে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস টিম উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে প্রেরন করেছে। পানিতে ডুবে যাওয়া বাসটি উদ্ধারে চেষ্টা চলছে।
×