ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার বরুণ ধাওয়ানের মূর্তি মাদাম তুসোয়

প্রকাশিত: ১৮:২৫, ১৮ অক্টোবর ২০১৭

এবার বরুণ ধাওয়ানের মূর্তি মাদাম তুসোয়

অনলাইন ডেস্ক ॥ চকোলেট বয় বরুন ধাওয়ান এবার মোম বন্দী। না কোন সিনেমার সিকোয়েন্স নয় এটি। হংকংয়ের মাদাম তুসোয় এবার চতুর্থ ভারতীয় হিসেবে মোমের মূর্তি তৈরি করা হবে অভিনেতা বরুণ ধাওয়ানের। এর আগেও তিনজন ভারতীয়ের মোমের মূর্তি তৈরি করা হয়েছিল। সেই তালিকায় ছিলেন মহাত্মা গাঁধী, নরেন্দ্র মোদী এবং অমিতাভ বচ্চন। এবার সেই তালিকায় নাম উঠে গেল বরুণেরও। বরুণ এতটাই উচ্ছ্বসিত যে তিনি নিজেই এই খুশির খবর টুইট করে জানায় তার ফ্যানদের উদ্দেশ্যে। নবীন অভিনেতা হিসাবে এতো বড় প্রাপ্তি পেয়ে তিনি নিজেও বেশ খুশি। হংকং থেকে একদল আর্টিস্ট এসেছেন যারা আপাতত তার শরীরের মাপ নিয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। ২০১৮ সালে এই স্বপ্ন বাস্তবায়িত হবে বরুণের। ২০১২ সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির হাত ধরে সিনে দুনিয়ায় পা রাখেন বরুণ। এরপর হাম্পটি শর্মা কি দুলহানিয়া, এবিসিডি-২, ম্যায় তেরা হিরো, বদ্রীনাথ কি দুলহানিয়া, বদলাপুর এবং জুড়ুয়া-টুর মতো একাধিক হিট ছবি তিনি দর্শককে উপহার দিয়েছিলেন।
×