ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্ট্রিয়ার তরুণতম রাষ্ট্রনায়ক কুর্তস

প্রকাশিত: ০৫:৫৫, ১৮ অক্টোবর ২০১৭

অস্ট্রিয়ার তরুণতম রাষ্ট্রনায়ক কুর্তস

বয়সের কারণে অস্ট্রিয়ার রাজনীতিতে কুর্তসকে তুলনা করা হয় ফরাসী নেতা ইমানুয়েল ম্যাক্রোঁ আর কানাডার জাস্টিন ট্রুডোর সঙ্গে। পার্থক্যটা হলো, ম্যাক্রোঁ বা ট্রুডোর মত কুর্তস উদারপন্থী নন। একত্রিশ বছর বয়সী এই জেবাস্টিয়ান কুর্তস হতে চলেছেন অস্ট্রিয়ার নতুন চ্যান্সেলার, সেই সঙ্গে বিশ্বের তরুণতম রাষ্ট্রনায়ক। প্রাথমিক ফলাফল বলছে, অস্ট্রিয়ার নির্বাচনে পিপলস পার্টি ৩১ শতাংশ আসন জিতে সবার চেয়ে এগিয়ে থাকতে পারে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন তাতে হবে না। সেক্ষেত্রে কুর্তসের দল শেষ পর্যন্ত অভিবাসনবিরোধী ডানপন্থী দল ফ্রিডম পার্টির সঙ্গে জোট বাঁধতে দেখা যেতে পারে। বিবিসির খবরে বলা হচ্ছে, কুর্তস নেতৃত্বাধীন রক্ষণশীল পিপলস পার্টি রোববারের সাধারণ নির্বাচনে জয় পেতে চলেছে বলেই বুথফেরত জরিপে আভাস মিলেছে। সূত্র : ইন্টারনেট
×