ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এনামুল হক

ব্রাউনের নেতৃত্বে ক্যালিফোর্নিয়া ট্রাম্পের বিরুদ্ধে লড়ছে

প্রকাশিত: ০৫:৫৪, ১৮ অক্টোবর ২০১৭

ব্রাউনের নেতৃত্বে ক্যালিফোর্নিয়া ট্রাম্পের বিরুদ্ধে লড়ছে

রিপাবলিকান এজেন্ডার বিরুদ্ধে আমেরিকার গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া প্রবল প্রতিরোধ দিচ্ছে। সে কারণে স্বভাবতই জনগণের দৃষ্টি এ রাজ্যের ওপর ন্যস্ত। ক্যালিফোর্নিয়া নানা কারণে গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণ করে আছে। অনেক খ্যাতিমান ব্যক্তির জন্মস্থান ক্যালিফোর্নিয়া। তবে রাজ্যের গবর্নর জেরি ব্রাউনের রাজনৈতিক গুরুত্বের ধারে কাছে আসতে পারার মতো নাম এ রাজ্যে কমই আছে। ৭৯ বছর বয়স্ক জেরি ব্রাউন তার বাবার পদাঙ্ক অনুসরণ করে ৪০ বছর আগে প্রথম গবর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এখন তিনি নজিরবিহীন চতুর্থ মেয়াদের শেষ লগ্নে এসে দাঁড়িয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের ফলে এ রাজ্যের প্রধান নির্বাহী আমেরিকার সবচেয়ে শক্তিশালী ডেমোক্র্যাটের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। হোয়াইট হাউজে যেখানে কেলেঙ্কারি আর কোন্দলের আধিপত্য চলছে সেখানে আমেরিকার অগ্রগতির চালিকাশক্তি হিসেবে পরিগণিত এ রাজ্যের গবর্নর বলছেন, ‘আমরা এখানে আছি নেতৃত্ব দিতে, দেশকে ছিন্ন ভিন্ন করে দেয়া ওয়াশিংটনের সেই ক্লাউনের কথা শুনতে নয়।’ গত অর্ধ শতকেরও বেশি সময় ধরে ব্রাউন শুধু ক্যালিফোর্নিয়ার গবর্নর হিসেবেই নয়, রাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও এ্যাটর্নি জেনারেল হিসেবেও কাজ করেছেন। অকল্যান্ডের মেয়র ও রাজ্যের ডেমোক্র্যাটিক পার্টির প্রধানও ছিলেন। তার বাবা প্যাট ব্রাউনও ১৯৫০ এর দশকের শেষ দিকে ও ১৯৬০ এর দশকে ক্যালিফোর্নিয়ার গবর্নর ছিলেন। রাজ্য পরিচালনার কাজ ছাড়াও অন্যান্য কাজেও তার উদ্যমের অভাব ছিল না। যেমন উচ্চাভিলাষী পানি প্রকল্পের নির্মাণ ও প্রসারের জন্য তার খ্যাতি ছিল। একই গুণের সমাবেশ তার ছেলে জেরি ব্রাউনের মধ্যেও আছে। যেমন তিনি রাজ্যের সমৃদ্ধ কৃষি করিডর দিয়ে সানফ্রানসিসকো ও লস এ্যাঞ্জেলেসের মধ্যে হাইস্পিড রেল সংযোগ স্থাপন এবং নদী অববাহিকার পানি উত্তরের ও দক্ষিণের নগরীগুলোতে নেয়ার জন্য বিশাল বিশাল টানেল নির্মাণের মতো মহা প্রকল্পে যুক্ত। সামাজিকভাবে উদারপন্থী ও আর্থিক দিক দিয়ে রক্ষণশীল ব্রাউন সর্বক্ষেত্রেই একটা সীমারেখা টেনে দেয়ার পক্ষপাতী। তিনি অধিকতর উদারপন্থী আইন প্রণেতাদের ক্ষেত্রে এক মধ্যস্থ শক্তি হিসেবে পরিচিত। তার কিছু কিছু পদক্ষেপ অভিবাসী অধিকার প্রবক্তাদের খানিকটা আহত করেছে। তার ক্যারিয়ার বারাক ওবামার উদারপন্থী ভাবধারার চাইতে বিল ক্লিনটনের মধ্যপন্থী রাজনীতির প্রতিই অধিকতর আবির্তত। ব্রাউনের দর্শন বাম থেকে ডানের যেখানেই থাক না কেন বাস্তব অবস্থা হচ্ছে ডেমোক্র্যাটরা ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ প্রতিটি পদ ধারণ করে আছে। তাই ওয়াশিংটনের তুলনায় এখানে কাজ সম্পন্ন করে ফেলা অনেক বেশি সহজ। তাছাড়া বিশ্ব অর্থনীতির ওপর ক্যালিফোর্নিয়ার বিশাল এক প্রভাব থাকায় সেই রাজ্যের গবর্নর হিসেবে বিশ্ব মঞ্চে নিজেরও যে একটা বড় ভূমিকা আছে জেরি ব্রাউন তা এড়ানোর চেষ্টা তো করেনই না বরং উপভোগই করেন। এর প্রমাণ ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার অল্প দিন পর ব্রাউন চীনে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে আলোচনা করেন। তিনি ঘোষণা করেন যে আগামী বছর সানফ্রানসিসকোর বৈশ্বিক জলবায়ু কার্যক্রম বিষয়ক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। গত ৩ সেপ্টেম্বর তিনি এক অর্থনৈতিক ফোরামে যোগ দেয়ার জন্য রাশিয়ায় যান সেখানে এই ইস্যুতে ‘বৃহত্তর ট্রান্স প্যাসিফিক সহযোগিতার আহ্বান জানানো হয়। অত্যন্ত পড়ুয়া থেকে জেরি ব্রাউন। সাক্রামেন্টোয় তার অফিসের বইয়ের তাকগুলো অসংখ্য বিষয়ের ওপর বইয়ে ঠাসা যেগুলো একটার পর একটা রাখলে কয়েক মাইল লম্বা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে তিনি বলেন ‘উনি এমন কিছু বলছেন এবং করছেন তার সঙ্গে আমি একমত নই বা পছন্দ করি না। তবে আমাদের নিজস্ব ইতিবাচক কর্মসূচী আমরা চালিয়ে যাচ্ছি। ক্যালিফোর্নিয়া তার পরিবেশবান্ধব, অভিবাসীবান্ধব পথ ধরেই চলবে। ট্রাম্প প্রশাসন যতই বাধা দেবে আমরা ততই তা মোকাবেলার চেষ্টা করব এবং যেখানে পারব সেখানেই ব্যবস্থা নেব।’ ক্যালিফোর্নিয়া যে লোক দেখানো প্রতিরোধ যোগাচ্ছে তা মনে করার প্রশ্ন ওঠে না। এই রাজ্য ও এর বিভিন্ন নগরী স্বাস্থ্য পরিবেশ থেকে শুরু করে জ্বালানি দক্ষতা মান পর্যন্ত সবকিছুতেই ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে। সানফ্রানসিসকো ও বার্কলির মতো নগরীগুলো প্রস্তাব করেছে যে যেসব ফার্ম সীমান্ত প্রাচীর নির্মাণে সাহায্য করবে সেগুলোকে বয়কট করা হবে। ক্যালিফোর্নিয়ার খামারগুলোতে ব্যবহৃত কীটনাশক নিয়ে লড়াই দানা বাঁধছে। এরই পরিণতিতে সিলিকন ভ্যালির টেক সিইওরা অভিবাসন প্রশ্নে এবং শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বিক্ষোভের প্রতি ট্রাম্পের ভূমিকার প্রতিবাদে প্রেসিডেন্টের উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে এসেছেন। রাজ্যের এক আইনসভা সদস্য ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার নাক গলানো সম্পর্কিত তথ্যাবলী ক্যালিফোর্নিয়ার পাঠ্যপুস্তকগুলোতে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন। চলমান ডেস্ক সূত্র : টাইম
×