ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কো জিনের প্রথম শিরোপা

প্রকাশিত: ০৫:৪৩, ১৮ অক্টোবর ২০১৭

কো জিনের প্রথম শিরোপা

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ কোরিয়ার গলফার কো জিন-ইয়ং ক্যারিয়ারের প্রথম এলপিজিএ ট্যুর শিরোপা হিতেছেন। এই নারী গলফার বিশ্বের দুই নম্বর ও স্বদেশী পার্ক সাং-হিউনকে দুই শটে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হন। সিউলে কেইবি হানা ব্যাংক চ্যাম্পিয়নশিপ জিতলেন ২২ বছর বয়সী তরুণী কো জিন। দুই শটের লিড নিয়েই ফাইনালে ওঠেন কো জিন। প্রথম তিন হোলের খেলায় দুটিতেই বোগি লাভ করেন। দ্রুতগতিতে শুরু করা পার্ক এতেই পেছনে পড়ে যান। তবে ঘুরেও দাঁড়িয়েছিলেন বেশ কয়েকটি বার্ডির পর ৪ আন্ডার পার ৬৮ স্কোর করে। কিন্তু শেষ পর্যন্ত কো জিন নিজেকে ধরে রাখেন এবং জয় তুলে নেন। স্থানীয় কেএলপিজিএ ট্যুরে ৯ বার চ্যাম্পিয়ন হয়েছেন কো জিন। এবার ইনচনের এই আসরে স্কাই৭২ গলফ এ্যান্ড রিসোর্টে নিজেকে মর্যাদার আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও সেরা হিসেবে প্রতিষ্ঠিত করলেন। এ বিষয়ে কো জিন বলেন, ‘আমি বেশ কয়েকবার এলপিজিএ ট্যুরে অংশ নিয়েছিলাম। কিন্তু কোরিয়াতেই জিততে পেরে আমি নিজেকে মর্যাদাবান মনে করছি। আমি খুবই খুশি বিপুল ভক্ত-সমর্থকের সামনে ভাল ম্যাচ খেলতে পেরে।’ বছরের তৃতীয় এলপিজিএ জয়ের লক্ষ্যে এসেছিলেন পার্ক। এবার জিতলেই হয়ে যেতেন প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরা। কিন্তু উভয় লক্ষ্যে পৌঁছুতে ব্যর্থ হয়েছেন তিনি। রানার্সআপ হওয়ার পর তিনি বলেন, ‘যদিও আমি দ্বিতীয় হিসেবে শেষ করেছি তবু আমি মনে করি অনেক ভাল খেলেছি। কিন্তু শেষ অংশে কিছু বিজাতীয় হোল ছিল, সেখানেই আমি পিছিয়ে গেছি।’ ২৪ বছর বয়সী পার্ক আপাতত দুই নম্বর র‌্যাঙ্কিং নিয়েও সন্তুষ্ট। দুইবারের মেজর চ্যাম্পিয়ন এবং স্থানীয় ফেবারিট চুন ইন-গি হয়েছেন তৃতীয়। আর গত বছর হানা ব্যাংক এলপিজিএ চ্যাম্পিয়নশিপ জয়ী কার্লোটা সিগান্ডা এবার দারুণ হতাশ করেছেন। তিনি ফাইনাল রাউন্ডে আন্ডার পার ৭২ স্কোরে শেষ করে অষ্টম হয়েছেন।
×