ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বই বিতরণ ‍॥ ‍টিফিনবক্স প্রদান

প্রকাশিত: ০৪:৪৫, ১৮ অক্টোবর ২০১৭

বই বিতরণ ‍॥ ‍টিফিনবক্স প্রদান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে আনসার ও ভিডিপি প্রশিক্ষণ ক্যাম্পে মঙ্গলবার সদস্যদের মাঝে বই বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট শিরিন সুলতানা। এ সময় বইয়ের লেখক মাহবুব আলম জয়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আনসার ভিডিপি সার্কেল এ্যাডজুট্যান্ট মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা আনসার অফিসার মোঃ পিয়ার আলী, উপজেলা প্রশিক্ষক ইসরাফিল, আরিফুল ইসলাম, পিসি জয়নাল আবেদীন, নায়েক এনকে আজিজ ও এপিসি আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় মুন্সীগঞ্জ মুক্তিযুদ্ধের ইতিকথা, মুন্সীগঞ্জের কীর্তিমানদের কীর্তিগাথা ও মুন্সীগঞ্জ আমার হৃদয়ের রং নামক গ্রন্থ প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ। টিফিনবক্স প্রদান নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৭ অক্টোবর ॥ মঙ্গলবার দুপুর ১২টায় ধামইরহাটে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। ইসবপুর ইউনিয়নের অন্তর্গত পূর্ব তাহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে টিফিনবক্স বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন। উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে এসব শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ আবু ওয়াদুদ সামা। সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন প্রমুখ।
×