ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রংপুরে ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের দশ বছরের জেল

প্রকাশিত: ০৪:৪২, ১৮ অক্টোবর ২০১৭

রংপুরে ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের দশ বছরের জেল

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৭ অক্টোবর ॥ দুদকের মামলায় রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ চার জনের ১০ বছরের সাজা দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার পৃথক দুটি মামলায় তাদের এ সাজা দেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা রূপালী ব্যাংক শাখার সাবেক ব্যবস্থাপক আবদুল ওয়াহেদ, একই শাখার কর্মকর্তা তৈয়ব হোসেন, ক্যাশিয়ার মজিবর রহমান ও গ্রাহক আলতাফ হোসেন। জানা গেছে, অভিযুক্তরা হাতিবান্ধা বড়খাতা ব্যাংকের শাখা হতে ২ লাখ ৯৩ হাজার ৪১৫ টাকা তুলে আত্মসাত এবং ১৩ গ্রাহকের ১০ লাখ ৭৮ হাজার ১০০ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন। ২০০৫ সালে আত্মসাতের ঘটনাটি প্রকাশ পেলে লালমনিরহাট জেলা শাখার ম্যানেজার ইলিয়াস আলী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। পরবর্তীতে মামলা দুটি রংপুর দুদকে স্থানান্তর করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে ২ লাখ ৯৩ হাজার ৪১৫ টাকা আত্মসাতের মামলায় ৪ জনকে ৪ বছরের সাজা এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দেয়া হয়। এছাড়া প্রত্যেককে ৭৩ হাজার ৩৫৪ টাকা জমা দেয়ার আদেশ দেয়া হয়। এছাড়া ১০ লাখ ৭৮ হাজার ১০০ টাকা আত্মসাতের মামলায় ৪ জনকে ৬ বছর করে কারাদ- দেন আদালত। যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের গৃহবধূ নাজমা বেগমকে যৌতুকের দাবিতে হত্যার দায়ে তার স্বামী রফিকুল ইসলামকে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ রায় দেন। দ-িত রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। তিনি ধোপাদী গ্রামের শহিদ আলীর ছেলে। রফিকুল ইসলাম ২০০৭ সালের ২০ মে নাজমাকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করে।
×