ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বড়দহ সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে ঝাড়ু মিছিল

প্রকাশিত: ০৪:৪১, ১৮ অক্টোবর ২০১৭

বড়দহ সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে ঝাড়ু মিছিল

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ অক্টোবর ॥ গাইবান্ধা-নাকাই গোবিন্দগঞ্জ সড়কে বড়দহ সেতুর ওপর টোল আদায় বন্ধের দাবিতে মঙ্গলবার বিকেলে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। বড়দহ বাজার থেকে এলাকার কয়েক হাজার শিশু নারী পুরুষ ঝাড়ু ও লাঠি নিয়ে মিছিল বের করে। পরে বড়দহ সেতুর ওপর মানববন্ধন ও কিছু সময়ের জন্য সড়ক অবরোধ কর্মসূচী পালন করে তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বড়দহ সেতু টোল মওকুফ ও গাইবান্ধা-গোবিন্দগঞ্জ মহাসড়ক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাখোয়াত হোসেন বিপ্লব, সদস্য সচিব শাহজাহান আলী সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম বাদল প্রমুখ।
×