ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

প্রকাশিত: ০৪:৪১, ১৮ অক্টোবর ২০১৭

শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ যৌতুকলোভী শিক্ষক স্বামীর দাবিকৃত মোটরসাইকেল ও চার ভরি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল দেয়া সত্ত্বেও এবার পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানুষিক নির্যাতন করে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে আটক করে রাখার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে সোমবার রাতে থানা পুলিশ আটক গৃহবধূ তাইবা ইসলাম সেতুকে (২০) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের। গৃহবধূ তাইবা ইসলাম সেতু অভিযোগ করেন, গত এগারো মাস পূর্বে সামাজিকভাবে গৌরনদীর হাপানিয়া গ্রামের দাদন আলী মাস্টারের ছেলে দিদারুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। দিদারুল ইসলাম বর্তমানে ৩৭নং শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। গৃহবধূ সেতু আরও জানান, বিয়ের সময় যৌতুকলোভী দিদারুলের চাহিদা অনুযায়ী চার ভরি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল পরিশোধ করা হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই মোটরসাইকেলের দাবিতে দিদারুল তাকে নির্যাতন শুরু করেন। পরবর্তীতে মেয়ের সুখের জন্য তার (সেতু) বাবা দিদারুলকে মোটরসাইকেল ক্রয় করে দেন। অতিসম্প্রতি ঢাকায় ফ্ল্যাট ক্রয়ের জন্য পাঁচ লাখ টাকা যৌতুক আনার জন্য দিদারুল তার স্ত্রী তাইবা ইসলাম সেতুকে চাপ প্রয়োগ করেন। এতে সে (সেতু) অস্বীকৃতি জানালে প্রায়ই তাকে শারীরিক নির্যাতন করা হয়।
×