ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমতলীতে যৌতুকের বলি গৃহবধূ

প্রকাশিত: ০৪:৪০, ১৮ অক্টোবর ২০১৭

আমতলীতে যৌতুকের বলি গৃহবধূ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৭ অক্টোবর ॥ আমতলী উপজেলা উত্তর গাজীপুর বন্দরের শাহজাহান মুসুল্লির স্ত্রী আকলিমা বেগমকে (২৭) যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে। জানা গেছে, উপজেলা সোনাখালী গ্রামের তাজেম আলী খানের কন্যা আকলিমাকে উত্তর গাজীপুর বন্দরের শাহজাহান মুসুল্লি ২০১০ সালে জোরপূর্বক বিয়ে করে। বিয়ের পর থেকে আকলিমাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছে। ওই সময় থেকে আকলিমাকে বাবার বাড়ি যেতে দেয়নি। বাবার বাড়ি যেতে চাইলে যৌতুক হিসেবে মোটা অংকের টাকা দাবি করে। এ নিয়ে স্থানীয়ভাবে বহুবার সালিশ বৈঠক হয়েছে। মেয়ের সুখের দিকে তাকিয়ে বাবা তাজেম আলী খান জামাইকে প্রায়ই টাকা দিত। মঙ্গলবার দুপুরে আকলিমার বোন শেফালী তাকে নিতে আসে কিন্তু আকলিমাকে বাবার বাড়ি যেতে দেয়নি শাহজাহান। বোনকে না নিয়ে শেফালী চলে যায়। শেফালী বোন আকলিমাকে নিতে আসায় ক্ষিপ্ত হয় শাহজাহান মুসুল্লি। একপর্যায় রেইন্টি গাছের লাঠি দিয়ে আকলিমাকে পিটিয়ে গুরুতর আহত করে। এতে আকলিমা জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় চিকিৎসক মোঃ জসিম উদ্দিনকে ডেকে আনে। চিকিৎসক এলে আকলিমাকে মৃত্যু ঘোষণা করেন। পরে ঘরের মধ্যে লাশ ফেলে রেখে শাহজাহান পালিয়ে যায়। রাজশাহীতে নববধূ স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, বাঘায় বিয়ের একমাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাঘা থানা পুলিশ উপজেলার মনিগ্রামে শ্বশুরবাড়ি থেকে বৃষ্টি খাতুন (১৯) নামের ওই নববধূর লাশ উদ্ধার করে। দুপুরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বৃষ্টির স্বামী মাহাবুরকে আটক করেছে। স্থানীয়দের বরাত দিয়ে বাঘা থানার ওসি আলী মাহামুদ জানান, এক মাস আগে মনিগ্রাম এলাকার নবির উদ্দিনের ছেলে মাহাবুর রহমনের (২৬) সঙ্গে পাশের চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামের হামিদুর রহমানের মেয়ে বৃষ্টির বিয়ে হয়। নিহতের বোন দোলেনা খাতুন অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে তার বোন কষ্টে ছিল। তাকে বাবার বাড়ির লোকজনের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে দিতেন না মাহাবুর। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্যও চাপ দিত। তবে আটকের পর বৃষ্টির স্বামী মাহাবুর দাবি করেছেন, তার স্ত্রী অন্য একটি যুবকের সঙ্গে মোবাইলে কথা বলত। বিষয়টি জানার পর তিনি গোপনে স্ত্রীর মোবাইলের কল রেকর্ড চালু করে রাখে। এ বিষয় নিয়ে সোমবার রাতে বৃষ্টির সঙ্গে তার ঝগড়া হয়। ভোরে বৃষ্টিকে শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নড়াইলে এক সন্তানের জননী নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, সদর উপজেলার শুভারগোপ গ্রামে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় গৃহবধূ নাইস খাতুনকে (২২) শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী আখের শেখ পলাতক রয়েছে। জানা যায়, প্রায় চার বছর আগে শুভারগোপ গ্রামের অলিয়ার শেখের ছেলে আখেরের সঙ্গে পাশের বড়গাতি গ্রামের তান শেখের মেয়ের নাইস খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলহ চলে আসছিল। বিশেষ করে স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ায় নাইসকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত। একপর্যায়ে সোমবার রাতে গৃহবধূ নাইসকে শ্বাসরোধে হত্যার পর ঘরের মধ্যে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। দাম্পত্য জীবনে তাদের দুই বছরের ছেলে সন্তান রয়েছে। নাইস খাতুনের বাবা বড়গাতির তানশেখ বলেন, আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরকীয়ায় বাধা দেয়ার আখের শেখ নাইসকে হত্যা করেছে। দাউদকান্দিতে ট্রলারচালক নিজস্ব সংবাদদাতা দাউদকান্দি থেকে জানান, মেঘনায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর নদীতে ভেসে উঠেছে ট্রলার চালক আমির হোসেনের লাশ। মঙ্গলবার সকালে উপজেলা চালিভাঙ্গা বাজারের বাশবাজার খাল থেকে থানা পুলিশ ট্রলার চালকের লাশ উদ্ধার করেছে। নিহত আমির হোসেন (৪৫) মেঘনা উপজেলার ইসলামাবাদ গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। এই হত্যাকা- নিয়ে এলাকায় পরস্পর বিরোধী বক্তব্য উঠেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রবিবার রাতে ট্রলার চালক আমির হোসেন ও তার ছেলে ইব্রাহিম (১৫) ট্রলার চালানোর পর রাত সাড়ে ৮টায় বাড়ি ফেরার পথে তার সৎ ভাই মোঃ দেলোয়ার হোসেন মোবাইলে ফোন করে। সে ফোন পেয়ে তার ছেলে ইব্রাহিমকে বাড়িতে নামিয়ে দিয়ে সৎ ভাইয়ের কথা মত বৌদ্ধারবাজার যায়। বৌদ্ধার বাজার যাওয়ার পর তার কোন খোঁজ পাওয়া যায়নি। এরপর রাত সাড়ে ১০টায় দেলোয়ার চিৎকার চেচমেচি করে পাকাড়ি বাড়ি হযরত আলীর উঠানে ওঠে। তার কিছুক্ষণ পরেই বর্তমান ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ দেলোয়ারকে চিকিৎসার নামে স্পিড বোট দিয়ে ঢাকায় নিয়ে যায়। মঙ্গলবার চালিভাঙ্গা বাঁশ বাজারের খালে একটি লাশ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশকে খবর দেয় এবং তার স্বজনরা নিখোঁজ ট্রলারচালক আমির হোসেনের লাশ শনাক্ত করে। এদিকে আমির হোসেনের লাশ উদ্ধারের খবর পেয়ে সৎ ভাই দেলোয়ার হোসেন গা ঢাকা দিয়েছে। চট্টগ্রামে যুবক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, নগরীর উত্তর পতেঙ্গা এলাকায় একটি দোকানের পেছন থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের মরদেহ। মঙ্গলবার সকালে পুলিশ হাত-পা বাঁধা দেহটি উদ্ধার করে। পতেঙ্গা থানা পুলিশ জানায়, নিহত যুবকের নাম হৃদয় হোসেন মানিক। তার বাড়ি নোয়াখালী জেলায়। বরিশালে যুবক স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের আলিগঞ্জ লঞ্চঘাট এলাকার নদী থেকে সোমবার সন্ধ্যায় অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মেহেন্দিগঞ্জ থানার ওসি আক্তারুজ্জামান জানান, লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়ার পর পুলিশ লাশ উদ্ধার করে।
×