ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ০৪:৩৯, ১৮ অক্টোবর ২০১৭

সেলাই মেশিন বিতরণ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৭ অক্টোবর ॥ প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে শেরপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ২০ নারী উদ্যোক্তার হাতে সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এ উপলক্ষে চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার। ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আলহাজ হায়দার আলী, সহ-সভাপতি আরিফ হোসেন, পরিচালক তাপস কুমার সাহা প্রমুখ। পানছড়িতে ঢেউটিন বিতরণ সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ১৭ অক্টোবর ॥ উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচী এডিপির আওতায় দুস্থ মহিলা, সামাজিক প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সেলাই মেশিন, ঢেউটিন ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সামগ্রীর মাঝে রয়েছে সেলাই মেশিন ৩৩টি, ঢেউটিন ২৭ বান, ফুটবল, ভলিবল, ক্রিকেট সেট, কেরাম, দাবা ও ফুটবলের বুট। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা, ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, বিজয় চাকমা, কালাচাঁদ চাকমা প্রমুখ।
×