ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় কাবিটার ২২ লাখ টাকা আত্মসাত

প্রকাশিত: ০৪:৩৯, ১৮ অক্টোবর ২০১৭

চুয়াডাঙ্গায় কাবিটার ২২ লাখ টাকা আত্মসাত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১৭ অক্টোবর ॥ সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে টিআর কাবিটার ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা শহরের কোর্ট রোড এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে মজিবুল হক বলেন, চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস ৩৪টি ভুয়া প্রকল্প দেখিয়ে প্রায় সাড়ে ২২ লাখ টাকা আত্মসাত করেছেন। চেয়ারম্যান তার নিজের লোকদের পিআইসি নিয়োগ দিয়ে টিআর ও কাবিটার নামে বিশেষ বরাদ্দের টাকা তুলে নিয়েছেন। চলতি বছরের ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। ৩৪টি প্রকল্প দেখালেও কোথাও এক টাকার কাজ হয়নি। সংবাদ সম্মেলনে মোবারক হোসেন, আজিবার মালিতা, মজিবুল হক, হাসানুজ্জামান, আব্দুর রাজ্জাক ও সাইফুল আলম রবিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। বরিশালে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকায় সোমবার রাত নয়টার দিকে সাইদুর রহমান সুমন (৩০) নামের ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সুমনের বন্ধু বাবু আহত হয়েছে। গুরুতর আহত সুমনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইদুর রহমান সুমন নগরীর বটতলা রাজুমিয়ার পুল সংলগ্ন এলাকার হারুন-অর রশিদের পুত্র ও ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। সুমনের সহযোগী আহত বাবু জানান, তারা দুইজন অক্সফোর্ড মিশন রোডে রিক্সার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় প্রতিপক্ষ মিলন ও লিটনসহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে সুমনের ওপর হামলা চালিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে।
×