ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় কৌশল পরিকল্পনা কমিটির প্রথম সভা

প্রকাশিত: ০৪:৩৭, ১৮ অক্টোবর ২০১৭

জাতীয় কৌশল পরিকল্পনা কমিটির প্রথম সভা

কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় জাতীয় কৌশল পরিকল্পনা কমিটির প্রথম সভা সোমবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল মান্নান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গিয়াস উদ্দিন মিয়া ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জাহিদুল ইসলাম সিইডিপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীগণ প্রস্তাবিত ১৫ বছর মেয়াদী (২০১৯-৩৩) কলেজ শিক্ষার জন্য জাতীয় কৌশল পরিকল্পনার বিভিন্ন দিক এবং বিশেষজ্ঞ কমিটি গঠন ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাংকের অর্থায়নে যৌথভাবে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়ন করছে। -বিজ্ঞপ্তি মানারাত ভার্সিটিতে সেমিনার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বায়োইনফরমেটিকস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসের সেমিনার রুমে দিনব্যাপী এ ওয়ার্কশপের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম উমার আলী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. মির আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত ট্রেজারার ও সাবেক অতিরিক্ত সচিব হাফিজুল ইসলাম মিয়া, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স এ্যান্ড টেকনোলজির ডিন প্রফেরস ড. এম. কোরবান আলী, রেজিস্ট্রার ও সাবেক সচিব মনিরুল ইসলাম, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. ইয়াকুব হোসাইন, সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আশরাফুল ইসলাম, ফার্মেসি বিভাগের প্রধান রাকিব আল মামুন প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজির আয়োজনে ওয়ার্কশপের কিনোট স্পীকার ছিলেন প্রতিষ্ঠাতা ও বায়ো বায়ো ওয়ান রিসার্চ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার ফখরুজ জামান। -বিজ্ঞপ্তি
×