ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে বাল্য বিবাহ্ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনাতামূলক সভা

প্রকাশিত: ২৩:৫৯, ১৭ অক্টোবর ২০১৭

বাঁশখালীতে বাল্য বিবাহ্ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনাতামূলক সভা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের উদ্দ্যেগে বাল্য বিবাহ্ ও ইভটিজিং প্রতিরোধে গণসচেতনাতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মফিজ উদ্দিন চৌধুরী, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ। এ সময় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বাল্য বিবাহ্ ও ইভটিজিং এর কুফূল প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ছাত্র-ছাত্রীদেরকে সমাজ ঘৃণিত বিষয়গুলো এড়িয়ে শিক্ষার আলো ছড়ানোর আহ্বান জানান বক্তারা। তাছাড়া বাল্য বিবাহ্ সমাজের অভিশাপ উল্লেখ করে ওসি বলেন একজন প্রাপ্ত বয়স্ক মহিলারাই সমাজের কর্ণধার। শিক্ষিত সমাজে সকলকে ইভটিজিং পরিহার করে শিক্ষার মান উন্নয়নে ছাত্র-ছাত্রীদের জ্ঞান দানের জন্য অভিবাবকদের প্রতি আহ্বান জানান।
×