ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রকাশিত: ২৩:৪০, ১৭ অক্টোবর ২০১৭

রাজশাহীতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বিভিন্ন উপজেলা ও নগরীতে কর্মরত সাংবাদিকদের তিনদিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর মাস্টার সেফ কমিউনিটি সেন্টারের করফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এ প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণে রাজশাহী নগরী ও বিভিন্ন উপজেলায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন। রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে প্রথম দিন সেশন পরিচালনা করেন। এর আগে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহাবুবর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি কাজী শাহেদ। আরইউজের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে ও পিআইবির রিপোর্টার এবং প্রশিক্ষণ সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন। স্থানীয়ভাবে প্রশিক্ষণ কর্মশালার সমন্বয় করছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। কর্মশালার প্রথম দিনে সংবাদের সঙ্গা, বৈশিষ্ট্য ও উপাদান, সংবাদের সূত্র, উৎস, সংবাদ সংগ্রহ কৌশল, সূত্রের ধারণা প্রকরণ, তথ্য সংগ্রহের উপায় সংবাদ কাঠামোর প্রয়োজনীয়তা, বিভিন্ন ধরনের সংবাদ কাঠামো, রিপোটিং এর বিভিন্ন ধরন ও প্রকরণ এবং অনুসন্ধানী প্রতিবেদনে সংবাদ সূত্র, উৎস তৈরির কৌশল বিষয়ে সেশন পরিচালনা করা হয়। আগামী ১৯ অক্টোবর কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।
×