ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে শিশুদের মাঝে পুষ্টি সহায়তা

প্রকাশিত: ২৩:০৯, ১৭ অক্টোবর ২০১৭

দুর্গাপুরে শিশুদের মাঝে পুষ্টি সহায়তা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোনা) ॥ জেলার দুর্গাপুরে বিরিশিরি চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের আয়োজনে, বিরিশিরি সিডিএসপি মিলনায়তনে ৩৭০ জন শিশুর মাঝে ১কেজি হরলিক্স ও দেড় কেজি করে ডিপ্লোমা প্যাকেট দুধ বিতরণ করা হয়। আজ মঙ্গলবার চাইল্ড ডেভেলপমেন্ট প্রকল্পের সহায়তাকারী নিষ্টা জাম্বিল ও প্রতিমা ম্রং এর সঞ্চালনায় লোকাল প্রকল্প কমিটির চেয়ারম্যান সার্জ্জেন্ট রিছিল এর সভাপতিত্বে পুষ্টি সহায়তা কর্মসূচীর, শিশু ও অভিভাবকদের সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা, কাউন্সিলর বিপ্লব রাংসা, প্রকল্প ব্যবস্থাপক মার্ক দেবাশীষ রেমা, প্রধান শিক্ষক রুমন রাংসা, অভিভাবক পার্বতী সরকার। উল্লেখ্য পৌরসভার ৭নং ওয়ার্ড ও বিরিশিরি ইউনিয়নের ৪টি গ্রামের ৩৭০ জন শিশু এই সহায়তা পেল। বক্তারা বলেন, আজকের শিশু, আগামী সুন্দর সমাজ গড়ার কারিগর’ স্বাস্থ্য ,শিক্ষা ও পুষ্টিতে, মেধায় ও মননে বেড় উঠুক আগামী।
×