ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কথা কম বলেন ॥ সিইসিকে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ২২:৪৪, ১৭ অক্টোবর ২০১৭

কথা কম বলেন ॥ সিইসিকে স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে কম কথা বলার পরামর্শ দিয়েছেন । তিনি বলেন, ‘আপনারা রেফারি, আপনাদের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। আপনারা সেটাই করুন। আর কথা কম বলেন।’ মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তাবনা নিয়ে আওয়ামী লীগ আগামীকাল সংলাপে অংশ নেবে জানালেও এর বিষয়বস্তু বলতে রাজি হননি তিনি। তিনি বলেন, ‘সিনেমার শুরুতে কাহিনী বলে দিলে মজা নষ্ট হয়ে যাবে। এ কারণে বিষয়বস্তু প্রকাশ করছি না।’ বিএনপিকে মাঠ ছেড়ে না যাওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘আসুন খেলা হবে নির্বাচনী মাঠে। মাঠ ছেড়ে যাবেন না।’ আগামী সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। হাসপাতালে অনিয়মিত চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখনি আপনাদের ব্যাপারে আমরা কঠোর হতে চাই না। কঠোর সিদ্ধান্ত নেয়ার আগে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন।’ দেশের অসহায় জনগোষ্ঠীর কথা ভেবে ওষুধের দাম কমাতে ওষুধ কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এরআগে গত ১৫ অক্টোবর বিএনপির সঙ্গে সংলাপে সিইসি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকার সময় ভাল ভাল কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।’
×