ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে প্রহরীকে খুন করে চার মোটরবাইক চুরি

প্রকাশিত: ০৫:৩৭, ১৭ অক্টোবর ২০১৭

চাঁদপুরে প্রহরীকে খুন করে চার মোটরবাইক চুরি

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৬ অক্টোবর ॥ শহরের ট্রাক রোডে আয়শা গার্ডেনের ৯তলা ভবনের দেলোয়ার প্রধানিয়া নামের পাহারাদারকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে ৪ মোটরবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা। ১৫ অক্টোবর গভীর রাতে ওই ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার মতলব পৌরসভার মুন্সীরহাট দক্ষিণ দীঘলদী গ্রামের বেপারী বাড়ির মৃত নুরু প্রধানিয়ার ছেলে। এক বছর আগে তিনি এ ভবনের পাহারাদার হিসেবে কাজ শুরু করেন। সোমবার সকাল সাড়ে ১০টায় পুলিশ মরদেহ উদ্ধার করে। জানা যায়, মালিক সকাল ৮টায় বাসা থেকে বের হওয়ার জন্য নিচতলায় আসলে মূল ফটকে পাহারাদারকে না দেখে পাশেই তার কক্ষে গিয়ে রক্তাক্ত অবস্থায় দেলোয়ারকে পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা তাকে কোন ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে মোটরবাইকগুলো নিয়ে যায় বলে তিনি ধারণা করেন। ফরিদপুরে স্কুলছাত্র ও শিশুর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, একই দিনে নিখোঁজ স্কুলছাত্র ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে দুইজনেরই লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকার পদ্মা নদীতে সোমবার সকালে ফরিদপুর জিলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র শাকিরের লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা শাকিরের লাশ উদ্ধার করে। এ ছাড়া গুহলক্ষ্মীপুর এলাকা থেকে শিশু সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, রবিবার দুপুরে ফরিদপুর জিলা স্কুলের ৯ ছাত্র ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকার পদ্মা নদীতে গোসল করতে যায়। অন্যরা তীরে উঠতে পারলেও শাকির (১৪) নদীতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রবিবার রাত ১০টা পর্যন্ত তল্লাশি করেও শাকিরের লাশ উদ্ধার করতে পারেনি। সোমবার সকালে নদীতে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা শাকিরের লাশটি উদ্ধার করে। শাকিরের বাড়ি ফরিদপুর শহরের ওয়ারল্যাস পাড়া এলাকায়। নওগাঁয় যুবক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, থেকে জানান, সোমবার নওগাঁর মহাদেবপুরে জুয়েল রহমান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জুয়েল উপজেলার চক হরিবল্লভ গ্রামের হারুন-অর-রশিদ কন্ট্রাক্টরের ছেলে। উপজেলার মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের সুজাইল মোড় নামক স্থান থেকে যুবকটির মরদেহ উদ্ধার করা হয়। সিলেটে কলেজ ছাত্র স্টাফ রিপোর্টার, সিলেট অফিস থেকে জানান, সিলেটের জকিগঞ্জের ইছামতি ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছয়ফুল আলম (১৮) নিখোঁজের দুইদিন পর সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সে বারঠাকুরী ইউনিয়নের ছালেহপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র।
×