ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অসত্য ও অসাংবিধানিক বক্তব্য প্রত্যাহার করে নিতে সিইসিকে আহ্বান যুবলীগ চেয়ারম্যানের

প্রকাশিত: ০৫:১৩, ১৭ অক্টোবর ২০১৭

অসত্য ও অসাংবিধানিক বক্তব্য প্রত্যাহার করে নিতে সিইসিকে আহ্বান যুবলীগ চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার ॥ অবিলম্বে অসত্য ও অসাংবিধানিক বক্তব্য প্রত্যাহার করে নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী যুবলীগ। সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, প্রধান নির্বাচন কমিশনার বিএনপির মুখপাত্রের মতো কথা বলেছেন। তিনি এমন বক্তব্য রেখেছেন যা অসাংবিধানিক এবং অসত্য। সিইসি এমন বক্তব্য দিয়ে তার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছেন। অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে নেয়া উচিত। সোমবার এক বিবৃতিতে যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপির সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেন। এ ছাড়াও সূচনা বক্তব্যে তিনি বিএনপিকে প্রশংসায় ভাসিয়ে দেন। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার নিশ্চিতভাবেই বিএনপিকে খুশি করতে এবং বিএনপির ‘আস্থা’ অর্জনের জন্য এমন অযাচিত, অপ্রাসঙ্গিক স্তুতি করেছেন। কিন্তু এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি শুধু মিথ্যাচার করেননি, ইতিহাস বিকৃতি এবং সংবিধান লঙ্ঘন করেছেন।
×