ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টেস্ট পরীক্ষার খাতা সংশোধন করতে গিয়ে শিক্ষকের ছেলেসহ ৩ ছাত্র পাকড়াও

প্রকাশিত: ০৫:১২, ১৭ অক্টোবর ২০১৭

টেস্ট পরীক্ষার খাতা সংশোধন করতে গিয়ে শিক্ষকের ছেলেসহ ৩ ছাত্র পাকড়াও

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৬ অক্টোবর ॥ মাদারীপুরের সরকারী ইউনাইটেড ইসলামিয়া (ইউআই) সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এক সহকারী শিক্ষকের ছেলেসহ ৩ ছাত্র রবিবার রাতে বিদ্যালয়ে ঢুকে চলতি এসএসসি টেস্ট পরীক্ষার খাতা সংশোধন করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা ঘটনার বিচার দাবি করে সোমবার স্কুলের মধ্যে বিক্ষোভ করেছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, চলতি এসএসসি টেস্ট পরীক্ষার বাংলাদেশ বিশ^ ও পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিদ্যালয়ের মূলভবনের দরজার চাবি ছিল সহকারী শিক্ষক কবিতা রানী মালোর কাছে। তার ছেলে অভ্র মালো বাসা থেকে চাবি নিয়ে তার বন্ধু একই শ্রেণীর ছাত্র শাকিল ও প্রধান শিক্ষক নূরুল ইসলামের ছেলে জায়েদকে নিয়ে সন্ধ্যার পর বিদ্যালয়ের ভেতরে ঢুকে। এরপর রাতে নিরাপত্তা প্রহরী সানাউল হক প্রধান শিক্ষকের চাচাত ভাই জায়েদের চাচা। প্রধান শিক্ষক ও এক শিক্ষিকার ছেলে হওয়ায় তাদের চাপের মুখে ভেতরে ঢুকতে দেয় ওই নিরাপত্তা প্রহরী। পরে ওই তিন শিক্ষার্থী ভেতরে ঢুকে খাতায় লিখতে শুরু করলে স্থানীয় লোকজন টের পেয়ে তাদের চ্যালেঞ্জ করে এবং আটকে রাখে। খবর পেয়ে বিদ্যালয়ের অন্য শিক্ষকরা সেখানে গিয়ে উপস্থিত হয় এবং ওই শিক্ষার্থীদের স্কুল থেকে বের করে দেয়।
×